আপনজন ডেস্ক: ৫ দিন পূর্বে কেরালার ওয়ানাডে ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগ ঘটে, আনুমানিক ৪০ কিলোমিটার বিস্তীর্ণ এলাকা জুড়ে ধ্বসে যাওয়া ভূমি ছড়িয়ে যায়। এখন পর্যন্ত ৩৫০ টা মৃত্যু দেহ উদ্ধার হয়েছে, এখনও দুই শতাধিক মৃত দেহ নিখোঁজ।
উদ্ধার কাজে ভারতীয় সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে, সেনার সাথেই যৌথভাবে উদ্ধার চালিয়ে যাচ্ছে সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার ভলেন্টিয়াররা। গণ মাধ্যমে সম্প্রচার হওয়া ভিডিওতে দেখা গেছে এসডিপিআই-এর ভলেন্টিয়াররা যাবতীয় বিপদকে উপেক্ষা করে উদ্ধার করছে, এমনও মৃত দেহ উদ্ধার করছে যাদের শুধু একটা পা বা একটা হাত আছে। কেরলের ওয়ানাডে হওয়া দুর্যোগ কতটা ভয়ংকর তা এখান থেকেই উপলদ্ধি করা যায়— এখন পর্যন্ত যেই ৩৫০ জনের মৃত্যু দেহ উদ্ধার হয়েছে তার মধ্যে মাত্র ১৪৬ জনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। এছাড়াও ৭০৭ টা পরিবার থেকে ২৫৯৭ জনকে উদ্ধার করে ১৭ টি রিলিফ ক্যাম্পে রাখা হয়েছে। সরকারের তরফে সম্পূর্ণ জেলা জুড়ে ৯১ টি ক্যাম্পে ১০.০০০ মানুষকে রাখার ব্যবস্থা করা হয়েছে।
এসডিপিআই-এর তরফে উদ্ধার ও নিজেদের সর্বত্র সামর্থ্য অনুযায়ী ত্রাণ দেওয়া ছাড়াও, ওয়ানাডের এই দুর্যোগকে জাতীয় দুর্যোগ ঘোষণার দাবি করেন দলের জাতীয় সভাপতি এম কে ফায়জি। এছাড়াও উদ্ধারের জন্য হেল্পলাইন নাম্বার জারি করেছে দল।
সরকারের প্রকাশ করা তথ্য অনুসারে ৪০ টি টিম উদ্ধারে নিয়োজিত হয়ে আছে, প্রশিক্ষিত কুকুর, ডুবুরি, ও স্থানীয় পুলিশো উদ্ধার চালিয়ে যাচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct