হাসান সেখ, বহরমপুর, আপনজন: বহরমপুরের বাদশাহী রোড ধান গাছের চারা লাগিয়ে বিক্ষোভ প্রতিবাদ গোটা রাস্তা জুড়ে ছোটবড় গর্ত। কোথাও পিচ উঠে নীচে ইটের খোয়া বেরিয়ে পড়েছে। যাতায়াত করতে নাকানিচোবানি খেতে হচ্ছে পথচারী থেকে যানচালকদের। চুনা খালি নিমতলা হইতে সার গাছি পর্যন্ত যে বাদশাহী রোড আছে সেই বাদশাহী রোড তারাক পুর বকুলতলা মোড় হইতে তারাক পুর দক্ষিণ কানু মণ্ডলের বাড়ি পর্যন্ত যে, ১.৫ কিমি রাস্তা। রাস্তাটির অবস্থা বর্তমানে খুব খারাপ। কারণ কোথাও উঁচু কোথাও নিচু হয়ে যাওয়ায় কোন যানবাহন ঠিক মত চলাচল করতে পারেনা, মুষল ধারা বৃষ্টিতে রাস্তার মাঝে এলাকাবাসী ধান গাছের চারা পুতে বিক্ষোভ দেখালেন। অপরদিকে মমিন শেখের কারখানা পাশ দিয়ে মামন সেখ পর্যন্ত ।৭৫০ মিটার যাহা, ভাকুড়ী ১ গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়েন, এই এলাকা থেকে জয়ী মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য আসিয়া সুলতানা। এলাকাবাসীর দাবি কাদা মাটি কাঁচা রাস্তাটি যেন সংস্কার করার আবেদন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct