এম মেহেদী সানি, সন্দেশখালি, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালির উন্নয়ন নিয়ে অনুষ্ঠিত হলো প্রশাসনিক বৈঠক ৷ শনিবার সন্দেশখালির এক নম্বর পঞ্চায়েতসমিতির প্রশাসনিক ভবনে ওই সভা অনুষ্ঠিত হয় ৷ শাহজাহান কান্ডের জেরে চলতি বছরের শুরু থেকেই সংবাদের শিরোনামে থাকা সন্দেশখালিতে সম্প্রতি এলাকার উন্নয়ন ব্যাহত হচ্ছিল বলে এলাকার মানুষের পক্ষ থেকে অভিযোগ ওঠে ৷ এরই মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সন্দেশখালিতে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল, উপস্থিত ছিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু, উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী এবং সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, সন্দেশখালি ১ এবং ২ ব্লকের বিডিও, বসিরহাটের পুলিশ সুপার, পঞ্চায়েত প্রধান ও জেলাপ্রশাসনের আধিকারিকেরা । প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বৈঠকে সন্দেশখালির উন্নয়ন, নদী বাঁধ সংক্রান্ত আলোচনা হয়।
গত জানুয়ারি মাস থেকে রাজ্য রাজনীতির চর্চায় রয়েছে সন্দেশখালি। তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে ইডি আধিকারিকদের যাওয়া, তাঁর ‘অনুগামীদের’ প্রতিরোধ এবং কয়েক দিনের মধ্যে শাহজাহান এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে জমি দখল-সহ গ্রামবাসীদের একাধিক অভিযোগ ঘিরে সরগরম হয় রাজ্য রাজনীতি। গ্রেফতার হন শাহজাহান, এসবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপও নেয় তৃণমূলের, দলীয় ঊর্ধ্বতন নেতৃত্বদের উদ্যোগে সাধারণ মানুষের জমি দখলমুক্ত করে দেওয়া হয় ৷ সে সময়ও তৃণমূলের তরফে সেখানে পাঠানো হয়েছিল রাজ্যের তৎকালীন সেচমন্ত্রী পার্থ ভৌমিককে । তাঁর সঙ্গে গিয়েছিলেন সুজিত, নারায়ণও। কিন্তু সাম্প্রতিক সময়ে ওই এলাকায় উন্নয়নের কাজ বন্ধ রয়েছে বলে সম্প্রতি অভিযোগ ওঠে। তারপরই মুখ্যমন্ত্রী নির্দেশে সন্দেশখালির উন্নয়নের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর দূত হয়ে প্রশাসনিক ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠক করলেন মন্ত্রী সুজিত বসু । বৈঠকের পর তিনি বলেন, “সন্দেশখালিতে লোকসভা ভোটের আগে একটা ইস্যু তৈরি করে জাতীয়স্তরে প্রচার করার চেষ্টা করা হয়েছিল । কিন্তু সেটা মানুষ ভাল ভাবে নেয়নি। একই সুরে সুর মেলান উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক নারায়ণ গোস্বামী ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct