মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: পূর্ব বর্ধমানের বিশিষ্ট কৃষি বিশেষজ্ঞ চাষী গুণধর সাহানার গুণধর কীর্তি চাষি মহলে আলোড়ন সৃষ্টি করেছে । এর আগে পূর্ব বর্ধমানের রায়না ২ এর নন্দনপুর গ্রামের বাসিন্দা বড় মাপের পিয়াজ, বড় মাপের আলু,বড় মাপের মুলো ও জারবেরা ফুল চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন।
কৃষি বিভাগ, রাজ্য সরকার অন্যান্য অনেক প্রতিষ্ঠান থেকে বহু পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন। কৃষিজাত ফসল উৎপন্ন করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ফসল উৎপন্ন করে তিনি রেকর্ড সৃষ্টি করেছেন। তার তৈরি জারবেরা ফুল রাজ্যের মন্ত্রী মহল থেকে শুরু করে বহু জায়গায় প্রশংসিত হয়েছে।। জেলা শাসক থেকে শুরু করে বহু কৃষি আধিকারিক তার বাগান কৃষি ফার্ম পরিদর্শন করেছেন। গুণধর এর বাগানে চার ফুট কাঁঠাল যার ওজন চল্লিশ কেজি তৈরি করে গোটা এলাকাবাসীর কাছে একটি দর্শনিয় জিনিস হয়ে গেছে। কৃষি বিশেষজ্ঞরা ধারণা করছেন যে গুণধর সাহানার কীর্তি গোটা রাজ্য তথা দেশে বিরল কীর্তি স্থাপন করছে।তার উৎপাদিত ফসল যেমন খাদ্য সংকট মিটবে এবং চাষিরা অনেক ক্ষেত্রে লাভবান হবে। যদিও এ গুণধর সাহানার কীর্তি সমাজে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। দেশীয় পদ্ধতি ব্যবহার করা এবং নিজস্ব গবেষণা আরো উন্নত ফসল এবং বৃহত্তর উৎপাদন করে সমাজের চাহিদা অনেকাংশে মেটাতে পারবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।তার উৎপাদিত বড় মাপের পেঁয়াজ ,আলু ,মুলো ,ফুল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ,কলকাতায় অবস্থিত ব্রিটিশ হাই কমিশনার,রাজ্যের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী থেকে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব গুণধরের প্রশংসা করেছেন ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct