সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: মুর্শিদাবাদ পুরসভার চার নম্বর ওয়ার্ডের সাহানগর মৌজায় ছোট্ট পুকুর আর্থাৎ ডোবা ভারটের অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মুর্শিদাবাদ পুরসভা ভবন থেকে ২০০ মিটারের দূরত্বে এই ডোবা ভরাট করা হচ্ছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
মুর্শিদাবাদ পুরসভার চার নম্বর ওয়ার্ড সাহানগর মৌজার ১৭৩ হালদাগ ডোবা হিসেবে পরিচিত বহুদিন ধরে। একদল দুষ্কৃতি দিন কয়েক আগে রাতের অন্ধকারে সেই ডোবা ভরাট করে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা তথা মুর্শিদাবাদ শহর কংগ্রেস সভাপতি অর্ণব রায় বলেন, ‘আমাদের সাহানগর মৌজার নিকাশি ব্যবস্থার অন্যতম জায়গা এই পুকুরটি। একসময় সেখানে মাছ চাষ হতো। কিছুদিন আগে সেই পুকুরটি ভরাট করতে শুরু করে কিছু দুষ্কৃতী। পুরসভা এবং মহকুমা শাসককে বিষয়টি জানানোর পর তারা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।’
অন্যদিকে মুর্শিদাবাদ পুরসভার পুরপ্রধান ইন্দ্রজিৎ ধর বলেন, ‘যেদিন ডোবা টি ভরাট হয়, সেদিন মৌখিক অভিযোগ পেয়ে পুরসভার কর্মীদের পাঠানো হয়েছিল সেখানে, যারা ভরাট করছিল তারা কোনোরকম অনুমতি পত্র দেখাতে পারেনি। পরের দিন স্থানীয় বাসিন্দাদের গণসাক্ষরের সাথে অভিযোগ পেয়ে বিভিন্ন দপ্তরে চিঠি করে বিষয়টি জানানো হয়েছে। মুর্শিদাবাদ পৌর এলাকায় এই ধরনের ঘটনা ঘটলে পৌরসভা চুপ করে বসে থাকবে না। আমরা সবসময় এই কাজের বিরুদ্ধে। যারা এটি করছিল, তদন্ত করে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে বিষয়টি জানানোর পর তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের খবর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct