সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: রাজনগরের ডাকবাংলা মাঠে রাজনগর ফুটবল একাডেমির পরিচালনায় তিন দিবসীয় ‘স্বর্গীয় সারথি বাগদি ও স্বর্গীয় গৌরহরি গড়াই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের’ শুভসূচনা হয় শনিবার। বীরভূম, বর্ধমান ও ঝাড়খণ্ডের মোট ১৬ টি দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। ফিতে কেটে এদিন টুর্নামেন্টের সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী নিশীথ গড়াই ও ফুটবল একাডেমির সভাপতি তথা রাজনগর পঞ্চায়েতের প্রাক্তন উপ-প্রধান গাফ্ফার খান।
সঙ্গে ছিলেন বিশিষ্ট খেলোয়াড় কাজী ফিরোজ, সেখ আবু বক্কর, সমাজসেবী সেখ মন্টু। ফুটবল একাডেমির তরফে উপস্থিত ছিলেন কাজী গোলাম মর্তুজা, কাজী দোয়েল প্রমূখ। উদ্বোধনী খেলাটি শুরু হয় ‘হ্যাপী ইলেভেন নতুনগ্রাম’ বনাম ‘আকাশ একাদশ বাস্তবপুর’ এর মধ্যে। এদিনের খেলায় আকাশ একাদশ বাস্তবপুর ১-০ গোলে জয়ী হয়। খেলাগুলি পরিচালনা করছেন কাজী নাজিম, কাজী ময়না, সুমন সিংহ, সেখ ইনজামাম ও সেখ মাসুদ। আগামী সোমবার এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানা যায়।উল্লেখ্য আধুনিক প্রজন্মের যুবসমাজের কাছে মোবাইলের দাপটে গ্রাম বাংলা থেকে লুপ্তপ্রায় ফুটবল খেলা। সেই খেলার ধারাবাহিকতা বজায় রাখা এবং নতুন নতুন খেলোয়াড় তৈরির মনমানসিকতা নিয়ে রাজনগর ফুটবল একাডেমির পথচলা বলে উদ্যোক্তাদের মধ্যে থেকে জানানো হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct