সুব্রত রায়, কলকাতা, আপনজন: বেগর খাল নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন,কিছু জায়গায় খালগুলো দখল হয়ে যাচ্ছে। খাল হচ্ছে কলকাতার জল বার করার জন্য। কেউ গ্যারেজ করে নিচ্ছে। এটা নিয়ে আমি পুলিশ প্রশাসনকে চিঠি দিয়েছি। আমি আবার পুলিশ কমিশনারকে বলব। যখন হচ্ছে তখন যদি আমরা আটকাই তাহলে কাজ হবে। এটা নিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করব। দলীয় কার্যালয় নয় ,এখন গ্যারেজ রয়েছে। সেটা দখল করা হয়েছে। শহরে বেআইনি বাড়ি প্রসঙ্গে মেয়র বলেন,এখন কোনো বেআইনি বাড়ি হচ্ছে না। আমাদের লক বুক সিস্টেম চলেছে। এখনে কোথাও বেআইনি বাড়ি হচ্ছে না। একটা দুটো জায়গায় হচ্ছে। সেটা অভিযোগ আসছে। যারা অভিযোগ করছে তাদের কাছে যাওয়া হচ্ছে। পুরোনো বাড়ি ভেঙে গেছে তার পাশের বাড়ি হচ্ছিল। কোনো ঘুর পথে অনুমোদন পাচ্ছে না। কারোর সম্বন্ধে বললে হয় না। ওয়েবসাইট তালিকা থাকে। থানায় কমপ্লেইন করে ।আবার ব্ল্যাক মেলিং করছে। ডেঙ্গি প্রসঙ্গে মেয়র বলেন, এখনও পর্যন্ত ৮৩৩ জন ডেঙ্গি আক্রান্ত ।দেরি করে বর্ষা এসেছে ।তার কারণে হচ্ছে। গ্রাম গঞ্জ উন্নয়ন হচ্ছে ফলে আর মাঠ ঘাট নেই। সমস্ত পৌর সংস্থাকে বলা হচ্ছে ,যে সিএমএইচও দের বলা হয়েছে ।কলকাতা পৌর সংস্থা মত স্প্রে করতে বলা হয়েছে। কলকাতা কোথাও পুকুর ভরাট হচ্ছে না ।হলেই আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। হলদিরাম সংলগ্ন ও ভিআইপি রোডে জল জমা প্রসঙ্গে মেয়র বলেন,আগে হলদিরাম থেকে বাইপাস তৈরি করার সময় ড্রেইনেজ তৈরি করা হয়নি। এখন বাইপাস ধরে একটা নতুন পরিকল্পনা করা হচ্ছে। শীতকালের এই কাজ শুরু হবে। হরকা বানের জন্য একটু জল জমছে। কলকাতা পৌর সংস্থার প্রস্তুত বলে জল জমার ছবি কোথায় দেখানো যাচ্ছে না। পাতিপুকুরে চিরকালই জল জমে থাকে। জল জমা নিয়ে আমার ডি জি এবং মেয়র পরিষদ তারক সিংহ কাজ করছেন বলে আগের পরিমাণে এখন জল জমছে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct