আপনজন ডেস্ক: ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি সশস্ত্র বাহিনীর যুদ্ধ প্রকৌশল ইউনিটের সাথে মোতায়েন একজন মার্কিন-ইসরায়েলি সেনা অনলাইনে ভিডিও পোস্ট করেছেন। তাতে একটি ধ্বংসপ্রাপ্ত ভবনে ছড়িয়ে পড়া আগুন, বাড়িঘর ও একটি মসজিদে বিস্ফোরণের চিত্র দেখা গেছে।
ব্রাম সেটেনব্রিনো নামের ওই ব্যক্তির পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, একটি ভবনের ধ্বংসাবশেষে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হচ্ছে। অন্য একটি ভিডিওতে দেখা গেছে, একটি সাঁজোয়া যানের আগুন-নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ধ্বংস করার আগে একটি মসজিদে ফেলা হয়েছে। অন্য ভিডিওতে বেশ কয়েকটি বাড়িতে বিস্ফোরণের সময় সেনাদের উল্লাস করতে দেখা গেছে।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং সেটেনব্রিনো ভিডিওগুলোর সত্যতা নিয়ে বিতর্ক করেননি।
সেটেনব্রিনো সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে একটি বার্তায় লিখেছেন, ভিডিওগুলো ‘প্রসঙ্গের বাইরে নেয়া হয়েছে’ তবে বিস্তারিত বলতে অস্বীকার করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct