আপনজন ডেস্ক: উত্তর প্রদেশের বরেলির একটি ইন্টার কলেজ থেকে এক মুসলিম শিক্ষার্থীকে দাড়ি রাখার কারণে বহিষ্কার করা নিয়ে ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে। হবিগঞ্জের আজাদ নৌরাং ইন্টার কলেজের শিক্ষার্থী ফরমান আলির বহিষ্কার নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর হইচই শুরু হয়েছে হিন্দি দৈনিক অমর উজালা পত্রিকায় এ িনয়ে প্রকাশিত খবরে বলা হয়, বহিষ্কৃত ছাত্রের বড় ভাই জিশান আলি মুখ্যমন্ত্রী ও জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন অধ্যক্ষের বিরুদ্ধে। জিশান আলির অভিযোগ, মহল্লা নাই বস্তির বাসিন্দা ফরমানকে দাড়ি কামানোর জন্য চাপ দেন কলেজের প্রিন্সিপাল রাম আচল খারওয়ার। না মানায় গত এক মাস ধরে ফারমানকে বহিষ্কার ও ব্যর্থতার হুমকি দেওয়া হয়। ভাইরাল হওয়া ভিডিও সূত্রে জানা যায় ৩১ জুলাই ফরমান দাড়ি অক্ষত অবস্থায় কলেজে এলে অধ্যক্ষ তাকে ক্লাস করতে দিতে অস্বীকার করে বলেন, এটি একটি কলেজ, মাদ্রাসা নয়। তাই দাড়ি কেটে আসা উচিত।
জেলা স্কুল ইন্সপেক্টর দেবকী সিং অভিযোগেরর পরিপ্রেক্ষিতে সুষ্ঠু ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের আশ্বাস দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct