আপনজন ডেস্ক: আগামী সাত দিন উত্তর ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। নিম্নচাপের প্রভাব সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে রবি ও সোমবার। মঙ্গলবার দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা । শনিবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত। রবিবার থেকে মঙ্গলবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। একইভাবে শক্তিশালী হয়ে উত্তর ঝাড়খন্ডে অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় পুরোপুরি ঝাড়খন্ড হয়ে বিহারে সরে যাবে এই নিম্নচাপ। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। অভিমুখ মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশ।মৌসুমী অক্ষরেখা আজমের গোয়ালিয়ার সিদ্ধির পর নিম্নচাপ এলাকার ওপর দিয়ে বাংলার বাঁকুড়া ও ক্যানিং হয়ে দক্ষিণ-পূর্ব হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
পূর্ব পশ্চিম অক্ষরেখা উত্তর রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত যেটি ঝাড়খন্ড এবং নিম্নচাপ এলাকার পর উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। দক্ষিণবঙ্গতে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা , নদিয়া জেলাতে। বজবিদ্যুৎসহ বৃষ্টি হবে কলকাতা, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ হাওড়া, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে। সোমবার কোন সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। মঙ্গলবার ফের ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ভারী বৃষ্টির প্রভাব পড়বে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার নিচু এলাকা প্লাবিত হতে পারে। ভারী ও অতি ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমতে পারে। শহর এলাকায় যানজট ও দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গতে শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়ি জেলাতেও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct