জিয়াউল হক, চুঁচুড়া, আপনজন: একদিনের মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন চুঁচুড়া। শহর দীর্ঘ ৫০ বছরেও হাল ফিরল না চুঁচুড়ার। ভোট আছে ভোট যায়, নেতা আছে নেতা যায় হাল ফেরে না তবু বহু ওয়ার্ডের। একটানা বৃষ্টির জেরে চেনা ছবি ফিরেছে চুঁচুড়ার ১৬ নম্বর ওয়ার্ডের ধরমপুর এবং পীরতলা এলাকায়। এই দুই জায়গায় শুক্রবার সন্ধ্যাতেও জল নামেনি। একই অবস্থা ১৭ নম্বর ওয়ার্ডের ইঞ্জিনিয়ার বাগানেও। ১০ নম্বর ওয়ার্ডের পাঠকবাগানেও জল ছবির দেখা মিলেছে। সেখানে বেশ কয়েকটি ঘরেও জল ঢুকেছে। সামান্য বৃষ্টি হলেই শহরের এই সমস্ত জায়গাগুলি জলমগ্ন হয়ে পড়ে বলে অভিযোগ। পুর পারিষদ (স্বাস্থ্য) জয়দেব অধিকারী অবশ্য বৃহস্পতিবার রাতে বৃষ্টির মধ্যেই জল জমার আশঙ্কা প্রবণ এলাকাগুলি পরিদর্শন করেন। ওই রাতে কয়েকটি জায়গায় নিকাশি নালা পরিষ্কার করা হয়। কিন্তু সে দিন রাতভর বৃষ্টির জেরে ফের জলমগ্ন হয়ে ওঠে এলাকা। পুরপ্রধান অমিত রায় বলেন, অতি বৃষ্টির জেরে শহরের নিচু জায়গাগুলিতে জল জমেছে। বৃষ্টি থামার সঙ্গে সঙ্গেই অবশ্য জল নামতে শুরু করে। কিছু নালায় প্লাস্টিক আটকে সমস্যা হয়েছিল। এবং শহরের বহু নিকাশী নালাই বহু দোকানদার বন্ধ করে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা চেয়েছিলাম সেই সমস্ত দোকানগুলি সরিয়ে নিকাশী নালা পরিষ্কার করে শহরকে স্বচ্ছ করতে, কিন্তু কোন এক অজানা কারণে সেই কাজও বন্ধ হয়ে রয়েছে।, আজ অবশ্য সাফাই কর্মীরা যে সমস্ত নালাগুলি খোলা রয়েছে সেই সমস্ত নালাগুলি পরিষ্কার করে দিয়েছেন। আমরা চেষ্টা করব আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে প্রশাসনকে সাথে নিয়ে শহরের হাল যাতে ফেরানো যায় তার ব্যবস্থা করতে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct