দেবাশীষ পাল, মালদা, আপনজন: মালদার মানিকচক গঙ্গাঘাটে গত ২০ দিন ধরে বন্ধ মানিকচক-ঝাড়খন্ড নৌকায় যাত্রী পারাপার পরিষেবা। ফলে বিপাকে মানিকচক গঙ্গাঘাটের নৌকার মাঝিরা।
মাঝিদের অভিযোগ ঘাট মালিক কর্তৃপক্ষ লঞ্চ পরিষেবার স্বার্থে নৌকা পরিষেবা তুলে দেওয়ার চক্রান্ত করছেন।
সেই কারণেই ঘাট মালিক গত ২০দিন ধরে নৌকায় যাত্রী পারাপার বন্ধ রেখেছেন। ফলে নৌকার মাঝিদের জীবন-জীবিকা বন্ধ হয়ে পড়েছে। তাই অবিলম্বে নৌকা পারাপার চালুর দাবীতে তারা প্রশাসনের বিভিন্ন মহলে আবেদন করেছেন। কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি নৌকা মাঝিদের। নৌকা মাঝিদের অভিযোগ,মাঝেমধ্যেই নৌকা পরিষেবা,এই নৌকা চালিয়ে আমাদের রুজি রুটি চলে একমাত্র ভরসা ইনকামের এই নৌকা যদি বন্ধ থাকে আর না খেয়ে মরতে হবে নৌকা চালকদের।
ঝাড়খন্ডে গেলে নৌকা আটকে দেয় ঝারখন্ড পুলিশ প্রশাসন এই নিয়ে বারবার মালদা জেলা প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন দপ্তর থেকে জানানো হয় তিনদিনের মধ্যে তাদের জানানো হবে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে যদি কোন ব্যবস্থা না নেওয়া হয় আগামীতে লঞ্চ আটকে অপরাধী নামবেন নৌকার মাঝিরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct