সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: নিম্নচাপের বৃষ্টির জেরে বাঁকুড়া দ্বারকেশ্বর নদীতে জল বাড়ার কারণে বাঁকুড়ার মিনাপুর থেকে বাঁশি, আড়াল বাঁশি, জামবনি ধলডাঙ্গা যাওয়ার রাস্তায় নদীর উপর তৈরি কজওয়ে জলের তলায়। ভাসা সেতু দিয়ে যাতায়াত বন্ধ বেশ কয়েকটি গ্রামের মানুষের। এইসব গ্রামের মানুষ শহরে আসতে ব্যবহার করে মিনাপুর সেতুটিকে। আবার শহর অঞ্চলের মানুষ গ্রামে যাওয়ার ক্ষেত্রেও ব্যবহার করেন এই সেতুটি। আজ সেতুর জলের তলায় চলে যাওয়াতে ৮ থেকে ১০ কিলোমিটার ঘুরুপথে রাজগ্রাম ব্রিজ নচেৎ এক্তেশ্বর ব্রিজ হয়ে যাতায়াত করতে হচ্ছে মানুষজনকে। বছরের অন্যান্য সময় বাদ দিলে বর্ষার তিন মাস সমস্যায় পড়তে হয় মানুষকে। মানুষজন চাইছেন উঁচু করে করা হোক এই মিনাপুর সেতু, তাতেই সমস্যা মিটবে। কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেল প্রশাসনের কানে ঢোকেনি সেই কথা।
বন্য এলেই পারাপার করতে পারে না গ্রামের মানুষজন তাদেরকে শহরে আসতে হলে বেশ কয়েক কিলোমিটার ঘুরুপথে শহরে আসতে হয় অতএব প্রশ্ন উঠছে তাহলে প্রত্যেকবার বর্ষা এলেই একই অবস্থা দ্বারকেশ্বর নদীর মিনাপুর বীজে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct