এম মেহেদী সানি, বারাসত, আপনজন: কেন্দ্রীয় সরকারের বাংলা ভাগের চক্রান্ত, বাংলার প্রতি বঞ্চনা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি সহ একশো দিনের বকেয়া টাকার দাবিতে রাজ্য তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো বারাসতে।
সংগঠনের রাজ্য সভাপতি একেএম ফারহাদের নেতৃত্বে ওই প্রতিবাদ সভা থেকে উপস্থিত বিশিষ্টজনেরা কেন্দ্রের বিজেপি সরকার সহ রাজ্যের বিজেপি নেতৃত্বদের বিরুদ্ধে সুর চড়ান।
এদিন বিকালে বারাসাত শহরের রাজপথে প্রতিবাদ মিছিলের কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে তা বাতিল করা হয়। যদিও এ দিন বারাসাত জেলা পরিষদের তিতুমীর সভাকক্ষে আয়োজিত প্রতিবাদ সভায় মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি ও জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ কেন্দ্রীয় বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন। শিক্ষক নেতা বলেন, আমরা মাদ্রাসার শিক্ষকরা রক্ত দিতে প্রস্তুত। ব্রিটিশ শাসনে ভারতবর্ষের মানুষের লড়াইয়ে মানসিকতা তৈরি করতে বাংলা অগ্ৰগণ্য ভুমিকা পালন করেছিল । তৎকালীন বাংলার বিপ্লবীরা যেমন লড়াই করেছিল তেমনি বাংলার মহাপুরুষরা উদবুদ্ধ করছিলো দেশকে।
আর সেই দেশকে সবচেয়ে বেশি যে বাংলা এগিয়ে এনেছে তাকে ভাগ করার জন্য বর্তমানে দেশের বিজেপি সরকার চক্রান্তে লিপ্ত হয়েছে । আমরা রাজ্য জুড়ে মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা ময়দানে নেমে এর তীব্র প্রতিবাদ সরব হয়েছি।
এ দিনের প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম নেতৃত্ব নূরুল হক বৈদ্য, নূরুল হক, কুতুব আক্তার, সওকাত হোসেন পিয়াদা,নামদার শেখ, গোপাল ব্যানার্জি, সাহাবুদ্দিন চৌধুরী, আব্দুল খালেক খান, মোঃ অমিত মন্ডল, পিয়ালি, শর্মিষ্ঠা, মমতাজুল হক বৈদ্য, সুরজিৎ রয়, মনিরুল ইসলাম, হাফিজুল ইসলাম, পুতুল, মিনজারুল ইসলাম প্রমুখ ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct