মোহাম্মদ জাকারিয়া, রায়গঞ্জ, আপনজন: উত্তর দিনাজপুর জেলার করনদীঘি ব্লকের ফাসিহারা গ্রামে বিদ্যুতের পোল ও তার সংযোগ করতে গিয়ে গুরুতর বিদ্যুতাহত হলেন চার শ্রমিক। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে, যখন বিদ্যুৎ বিভাগের অস্থায়ী কর্মীরা বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপনের কাজ করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবারের ঝড়বৃষ্টির ফলে ফাসিহারা গ্রামে বিদ্যুৎ পোল ও তার ছিঁড়ে পড়ে, যার ফলে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের সময় হঠাৎই বিদ্যুৎ শক লাগে মানিক বর্মন, পবিত্র ভক্ত, সাজু বর্মন, আকাশ বর্মন, ও বিপুল বর্মন নামে পাঁচ শ্রমিকের। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত করনদীঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের রায়গঞ্জ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।
জানা গেছে, পাঁচজনের বাড়ি ইটাহার থানার সোনাপুরের দক্ষিনাল গ্রামে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও পরিস্কার নয়। বিদ্যুৎ বিভাগের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দুর্ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এখন প্রশ্ন উঠছে বিদ্যুৎ বিভাগের কর্মীদের নিরাপত্তার বিষয়ে। এ ধরনের কাজের সময় সঠিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন না করলে, এই ধরনের দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছেন স্থানীয়রা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct