নকীব উদ্দিন গাজী, রায়চক, আপনজন: বার্জ ও ইলিশ মাছ ধরার নৌকার মুখোমুখি সংঘর্ষে উল্টে গেল নৌকা। নিখোঁজ এক মৎস্যজীবী। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার রামনগর থানা থানার হুগলি নদীর রায়চক এলাকায় । নিখোঁজ মৎস্যজীবী প্রভাকর ধারা (৩০) রায়চকের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে হুগলি নদীতে ইলিশ মাছ ধরছিল একটি ছোট নৌকা করে দুই বন্ধু প্রভাকর ও সুদীপ দলই, ঠিক রায়চকের রেডিসন হোটেলের বিপরীত দিক তাই ইলিশ ধরার জন্য জাল পেতেছিল তখন ভরা জোয়ার, সেই সময় একটি বার্জ রায়চক এলাকার থেকে ডায়মন্ড হারবার দিকে আসছিল দূর থেকে নৌকা তে থাকা দুই মৎস্যজীবী বুঝতে পারে তাদের দিকেই ধেয়ে আসছে বার্জ টি নিজেদের গামছা খুলে কুচিয়ে সতর্ক করার জন্য বারবার সিগন্যাল দিচ্ছিল, মৎস্যজীবী প্রভাকর , দুই মৎস্যজীবী নদী থেকে জাল টেনে তোলার চেষ্টা করছিল আর সেই সময় হুগলি নদীতে ইলিশ মাছ ধরা নৌকাতে ধাক্কা মারে বার্জ টি । ঘটনায় উল্টে যায় মাছ ধরার নৌকাটি। নৌকা তে থাকা দুই মৎস্যজীবী নদীতে ছিটকে পড়ে , এরপর স্থানীয় একটি লঞ্চ এক মৎস্যজীবী সুদিপ দলুইকে উদ্ধার করে , প্রভাকর ধারা নামের এক মৎস্যজীবী কে উদ্ধার করতে পারিনি নিমিষের মধ্যে তলিয়ে যায়। খবর পেয়ে ডায়মন্ড হারবার সিভিল ডিপেন্স ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে
মৎস্যজীবীর খোঁজে হুগলি নদীতে যৌথভাবে তল্লাশি চালায় কয়েক ঘন্টা তল্লাশি করেও খোঁজ মেলেনি মৎস্যজীবীর । মাছ ধরার নৌকাটিও নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে মৎস্যজীবী পরিবারের বাড়িতে যায়, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য বিমলেন্দু বৈদ্য, পরিবারের সব রকম সাহায্য করার আশ্বাস দেন পাশাপাশি তিনি নদীতে তল্লাশি চালানোর জন্য নিজে উপস্থিত হন রায়চক নদীর তীরে কয়েক ঘন্টা তদারকি করলেও সন্ধ্যে নামতেই তল্লাশির কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়। ইতিমধ্যে ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ডাইমন হারবার বিধানসভার তৃণমূল কংগ্রেসের অবজারভার শামীম আহমেদকে দায়িত্ব দিয়েছে বলে জানা যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct