আপনজন ডেস্ক: গোল করার পর শূন্যে লাফ দিয়ে দুই হাত দিকে ছুড়ে ট্রেডমার্ক উদযাপন করেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ কিংবদন্তির এই ট্রেডমার্ক উদযাপনের নাম ‘সিউ’। তার এই উদযাপন এখন হাজারো অ্যাথলেটসহ অনেক দর্শকের প্রিয়।
ফুটবল ছাড়িয়ে উদযাপনটি এখন ছড়িয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। তারই ধারাবাহিকতায় রোনালদোর এই উদযাপনের দেখা এবার প্যারিস অলিম্পিকেও মিলেছে। ছেলেদের ২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে ‘সিউ’ উদযাপন করেছেন ব্রায়ান পিনতাদো। ফিনিশিং লাইন স্পর্শ করার পর পাঁচবারের ব্যালন ডি অর জয়ীর উদযাপন করেন ইকুয়েডরের অ্যাথলেট। ইভেন্টটি ১ ঘণ্টা ১৮ মিনিট ৫৫ সেকেন্ডে শেষ করেছেন তিনি। এর আগে এবারের অলিম্পিকেই রোনালদোর মতো উদযাপন করেন জাপানের ভলিবল তারকা ইউজি নিশিদাও। প্যারিস অলিম্পিকে অ্যাথলেটিকসে দেশকে প্রথম সোনা এনে দিয়েছেন পিনতাদো। ১৯৯৬ আটলান্টা অলিম্পিকে জেফারসন পেরেজের পর তার মাধ্যমে এই ইভেন্টে দ্বিতীয় সোনা জিতেছে ইকুয়েডর। সোনা জয়ের পথে পেছনে ফেলেছেন রুপাজয়ী ব্রাজিলের কাইয়ো বোনফিম ও ব্রোঞ্জ জয়ী স্পেনের আলভারো মার্টিনকে। সোনা জিতে পরিবারকে উৎসর্গ করেছেন পিনতাদো। পরিবার থেকে দূরে থাকাটা তার জন্য কঠিন বলে জানান তিনি।
দূরত্ব মেটাতে তাই ছেলের দেওয়া নেকলেস ও দাদির স্কার্ফ গলায় পরে প্রতিযোগিতায় নামেন ২৯ বছর বয়সী অ্যাথলেট। সঙ্গে একটা ছবিও রাখেন নিজের কাছে। যেন পরিবার থেকে দূরে আছেন তা মনে না হয়।
সোনা জয়ের পর সন্তানদের জন্য ইকুয়েডরের সরকারের কাছে পুরস্কার হিসেবে একটা বাড়ি চেয়েছেন তিনি।
ম্যাচ শেষে পিনতাদো বলেছেন, ‘পরিবার, স্ত্রী, সন্তান ছাড়া বাইরে থাকাটা কঠিন। তবে পুরো রেসে তারা আমার সঙ্গেই থাকেন। তাদের একটি ছবি সব সময় আমার সঙ্গে থাকে। আমার সন্তানদের জন্য আমার দেশের কাছে একটা বাড়ি চাচ্ছি। আর কিছু চাই না।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct