আপনজন ডেস্ক: আইএসএল খেলা নিয়ে স্বস্তি পেলেন মহমেডান সমর্থকরা। এবারে তাদের ইনভেস্টের ‘শ্রাচী’ গ্রুপ। ৩০.৫ শতাংশ শেয়ার নিয়ে দু’বছরে ৩৫ কোটি টাকা দেওয়ার জন্য মহমেডানের সঙ্গে ‘মউ’ স্বাক্ষর করেছেন শ্রাচী স্পোর্টসের কর্ণধার রাহুল টোডি ।বৃহস্পতিবার রাতে মহমেডান তাঁবুতে আলোচনায় বসে ত্রিপাক্ষিক ‘মউ’ স্বাক্ষর করেন মহমেডান সভাপতি আমিরুদ্দিন ববি, বাঙ্কারহিল কর্তা দীপককুমার সিং এবং শ্রাচী কর্তা রাহুল টোডি।
এই সহযোগিতা বছরের শেষের দিকে ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) অংশ নিতে প্রস্তুত মহামেডান এসসিকে যথেষ্ট সুবিধা দেবে বলে আশা করা হচ্ছে। ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অনির্বাণ দত্তের উপস্থিতিতে দুই সংগঠনের প্রতিনিধিদের মধ্যে এই চুক্তি চূড়ান্ত হয়। মহমেডান এসসির কার্যকরী সভাপতি শামস কামরুদ্দিন এই অংশীদারিত্ব নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন “শ্রাচি স্পোর্টসকে আমাদের ক্লাবে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তাদের সমর্থনে, আমরা সামনে একটি অসাধারণ মরসুমের প্রত্যাশা করছি এবং আইএসএলে শক্তিশালী প্রভাব ফেলার লক্ষ্য রাখছি।শ্রাচি স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি আশা করেছেন যে এই অংশীদারিত্ব মোহামেডান এসসিকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যাবে।” রাহুল টোডি বলেন “এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। যখন মোহামেডান এসসির সাথে অংশীদার হওয়ার সুযোগ পেলাম, তখন আমি এগিয়ে যাওয়ার তাগিদ অনুভব করলাম। ক্লাবটি কলকাতায় একটি বিশিষ্ট অবস্থান ধারণ করে, এবং একটি শক্তিশালী ফ্যান বেস রয়েছে যা নিয়ে তারা গর্বিত।”এদিন নিজেদের তাঁবুতে এই ‘মউ’ স্বাক্ষরিত হওয়ার পর মহমেডান সভাপতি আমিরুদ্দিন ববি বলেন, ‘অবশ্যই আমাদের জন্য ভাল খবর। এবার আইএসএল খেলতে আর কোনও অসুবিধা রইল না।’ তবে এই মৌ চুক্তির ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct