আপনজন ডেস্ক: শুক্রবার জুমার নামাজের পর মুসলিমদের তৃতীয় পবিত্র মসজিদ আল-আকসার ইমাম শেখ একরিমা সাবরি ইসমাইল হানিয়াকে স্মরণ করে দোয়া করেছেন। তিনি বলেন, ‘জেরুজালেমের বাসিন্দারা শহীদকে ক্ষমা করার জন্য দোয়া করছেন। আমরা আল্লাহর কাছে অনুরোধ করছি ইসমাইল হানিয়াকে যেন তিনি জান্নাত দান করেন।’ ইসমাইল হানিয়াকে নিয়ে দোয়া করায় ইসরায়েলের পুলিশ আল-আকসার ইমামের বিরুদ্ধে ‘উস্কানি প্রদানের’ অভিযোগে তদন্ত শুরু করেছে। ইসরায়েলি পুলিশ বলছে, তারা তদন্ত করবে সাবরি কোনো ধরনের উস্কানিমূলক কথা বলেছেন কিনা।
এদিকে, জুমার নামাজ আদায় করতে যাওয়া এক মুসল্লিকে আজ গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। হামাস প্রধান ইসমাইল হানিয়ার মরদেহ কাতারের লুসাইল রয়্যাল কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে আজ শুক্রবার দেশটির সবচেয়ে বড় মসজিদ ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবে তার জানাজা অনুষ্ঠিত হয়।
হানিয়ার জানাজায় হামাসের উচ্চপদস্থ নেতারা উপস্থিত ছিলেন, যার মধ্যে খালিদ মিশালও ছিলেন। তিনি হানিয়ার স্থলাভিষিক্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। হামাসের নেতারা গতকাল বৃহস্পতিবার দোহা বিমানবন্দরে হানিয়াকে বহনকারী কফিন গ্রহণ করতে আসেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct