আপনজন ডেস্ক: সুদানের অর্ধেকের বেশি মানুষ এখন তীব্র ক্ষুধার মুখোমুখি হয়েছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘ।
বৃহস্পতিবার জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক দৈনিক ব্রিফিংয়ে বলেন, ‘সুদানের অর্ধেকের বেশি জনগোষ্ঠী অর্থাৎ ২ কোটি ৬০ লাখ মানুষ এখন তীব্র ক্ষুধার মুখোমুখি, যার মধ্যে ৭ লাখ ৫৫ হাজার মানুষ প্রতিদিন বিপর্যয়কর পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।
তিনি আরো বলেন, ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশনের (আইপিসি) সর্বশেষ প্রতিবেদনে সুদানে আইপিসি জরিপের ইতিহাসে প্রথমবারের মতো বিপর্যয়কর ক্ষুধা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আসন্ন মাসগুলোতে দেশটির ১৪টি এলাকাকে দুর্ভিক্ষের ঝুঁকিতে রাখা হয়েছে বলে জানান দুজারিক।
তিনি বলেন, ‘সেখানকার পরিস্থিতি বুঝতে চাইলে জেনে নিন, গড় প্রতি দুইজনের একজন সুদানি প্রতিদিনকার প্রয়োজনীয় খাবার সংগ্রহ করতে লড়ছে।’
দুজারিক বলেন, সুদান জুড়ে বিশেষত দুর্গম অঞ্চলে লাখ লাখ মানুষকে তাৎক্ষণিক সহায়তার উপায় বের করে আরো জীবন বাঁচাতে কাজ করছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
দুর্ভিক্ষ এড়াতে প্রয়োজনীয় মাত্রায় সহায়তা নিশ্চিতে তহবিলের পরিমাণ বাড়ানোর প্রয়োজনীয়তা জানিয়ে তিনি বলেন, ডব্লিউএফপি সতর্ক করে দিয়েছে যে দুর্ভিক্ষ এড়াতে চাইলে সময়ের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে।
গত ২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া বর্তমান যুদ্ধ বন্ধ না হলে সুদানের আরো বেশি মানুষকে ক্ষুধার ভয়াবহ মাত্রায় ঠেলে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসঙ্ঘ ও তার সহযোগী সংস্থাগুলো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct