আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: প্রবল তীব্র দাবদহ চলছিল গোটা রাজ্যজুড়ে, কিন্তু গতকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে রাজ্যে বিভিন্ন জায়গায়। এই বৃষ্টিপাতের জেরে বোলপুর শহরে, বোলপুর শান্তিনিকেতন রেলস্টেশন সহ আশেপাশে বিভিন্ন এলাকায় জল জমে গেছে। তার ফলে যান চলাচলের ব্যাঘাত ঘটে ।এরমধ্যে শান্তিনিকেতন এলাকায় গোয়ালপাড়ায় যে কোপাই নদী রয়েছে তার জলস্তর এতটাই বেড়ে গেছে যে গোটা এলাকা জল আর জল। কোপাই নদীর উপরে যাতায়াতের জন্য বোলপুর থেকে কসবা ও সিউড়ি যাওয়ার যে ব্রিজ রয়েছে সেই ব্রিজটি এখন জলের তলায়। এর ফলে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কোন অপ্রীতিকর দুর্ঘটনা না ঘটে প্রশাসনিক পক্ষ হইতে। গতকাল রাত্রে যে বৃষ্টিপাত হয়েছিল তার ফলে এখন চারিদিকে জল আর জল। অন্যদিকে আরেকটি চিত্র ধরা পরল ৫১ পীঠের অন্যতম পিঠ কঙ্কালীতলা সেই কঙ্কালীতলা কোপাই নদীর জলে জলের তলায় এখন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জলও বেড়েছে। যদিও দুপুর থেকে বৃষ্টিপাত একটু কমেছে। বোলপুর মহকুমা আশপাশের বিভিন্ন অঞ্চল প্রায় জলমগ্ন। ধান চাষের জমিগুলি জলের তলায় তলিয়ে গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct