মারুফা খাতুন, আপনজন: গত ২৬শে জুলাই প্যারিসে শুরু হয়েছে ২০২৪ এর অলিম্পিক ক্রীড়া। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এই অলিম্পিকের সাথে আমাদের ভারতবাসীর এক আলাদা আবেগ, অনুভূতি জড়িয়ে রয়েছে। তার অন্যতম প্রধান কারণ হল এবারের অলিম্পিকে জোড়া ব্রোঞ্জ জয়ী তরুণী পিস্তল শ্যুটার মনু ভাকের।
২২বছর বয়সী মনু, ১০ মিটার এয়ার পিস্তলে ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস তৈরি করেছেন। ফাইনালে ২২১.৯-পয়েন্ট স্কোর করে তৃতীয় স্থানে ছিলেন। এছাড়াও সরবতজ্যোৎ সিং এর সঙ্গে ১০ মিটার এয়ার পিস্তল টিম ইভেন্টেও ব্রোঞ্জ পদক মনু ভাকরের। তার স্পেশালিটি ২৫ মিটার।
তার এই জোড়া পদক গোটা বিশ্বের কাছে এক অনন্য নজির সৃষ্টি করেছে। ভারতের গর্ব মনু স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট যিনি কিনা অলিম্পিকে একই সঙ্গে জোড়া পদক গোটা ভারতবাসীকে উপহার দিয়েছেন। এবার ফের দেশবাসীকে স্বপ্ন দেখাচ্ছেন অলিম্পিকের পদক জেতার হ্যাটট্রিকের। চার বছর আগে টোকিও অলিম্পিকসে যখন বন্দুকের প্রযুক্তিগত কারণে জন্য একরাশ হতাশা নিয়ে ফিরে আসতে হয়েছিল মনুকে তখন থেকেই নিজেকে এইবারের অলিম্পিকের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। ‘ছাই চাপা আগুন’-এর মতো চলছিল তার প্রস্তুতি। সেই কঠোর অনুশীলনের ফল আজকে আমাদের চোখের সামনে। প্যারিস অলিম্পিকে দেশেরও হয়ে প্রথম পদক এনে দিয়েছেন মনু। এখন ভারতবাসী অধির আগ্রহে তাকিয়ে রয়েছে ফাইনালে দিকে। মনু আশ্বাস দিয়েছেন বাকি ইভেন্ট গুলিতেও পদক আনার এবং সেই চেষ্টা তিনি চালিয়ে যাবেন। তার সেই নিজের রেকর্ড গড়ার সাফল্যের মধ্যে লুকিয়ে রয়েছে সমগ্র ভারতবাসীর স্বপ্নপূরণের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct