আপনজন ডেস্ক: মিউনিখ অলিম্পিক হকিতে অস্ট্রেলিয়াকে হারানোর পর কেটেছে ৫২ বছর। ১৯৭২ সালের পর দুদল মুখোমুখি হয়েছিল ৭ বার। তার কোনোটিতেই জয় পায়নি ভারত। অবশেষে ভেঙেছে ডেডলক। প্যারিস অলিম্পিকে অজিদের হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে হারমানপ্রীত সিংয়ের দল। শুক্রবার টোকিও অলিম্পিকের রৌপ্য জয়ীদের ৩-২ ব্যবধানে হারিয়েছে ভারত। জোড়া গোল করেছেন হারমানপ্রীত।
এদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকে ভারত। ১২ মিনিটে ভারতকে এগিয়ে দেন অভিষেক। এক মিনিট পরই পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ান অধিনায়ক হারমানপ্রীত। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথম কোয়ার্টার শেষ করে ভারত। দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণে ধার বাড়ায় হারমানপ্রীতরা। ২৫ মিনিটে ব্যবধান কমান ক্রেগ থমাস। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় কোয়ার্টার শেষ করে ভারত। তৃতীয় কোয়ার্টারের শুরুতে আবার গোল করেন হারমানপ্রীত। ৩২ মিনিটে দলকে ৩-১ গোলে এগিয়ে দেন ভারত অধিনায়ক। এই গোলেই ভারতের জয় এক প্রকার নিশ্চিত হয়ে যায়।
৫৫ মিনিটে অস্ট্রেলিয়ার হয়ে ব্যবধান কমান গোভার্স ব্লেক। ম্যাচের শেষ দিকে গোলশোধের জন্য মরিয়া হয়ে ওঠেন গত অলিম্পিক্সের রৌপ্য জয়ীরা। কিন্তু লাভ হয়নি। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে ভারত। ১৯৭২ সালের অলিম্পিকের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বাদ পায় তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct