আপনজন ডেস্ক: মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ ও ওসমানাবাদ শহরের নাম বদলের সিদ্ধান্ত বহাল রাখার বম্বে হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চ দুই শহরের নাম বদলের আবেদন খারিজ করে হাইকোর্টের রায়কে বহাল রেখেছে।
আবেদনকারী ঔরঙ্গাবাদের নাম ছত্রপতি শম্ভাজিনগর এবং ওসমানাবাদকে ধারাশিব করার জন্য মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তির বিরোধিতা করেছিলেন। আবেদনকারীদের মধ্যে ছিলেন শেখ মাসুদ ইসমাইল শেখ, যিনি পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।
তার আবেদন খারিজ করে বিচারপতি হৃষিকেশ রায় বলেন, একটি এলাকায় বসবাসকারী মানুষের জন্য একটি জায়গার নাম নিয়ে সর্বদা মতবিরোধ থাকবে। সুপ্রিম কোর্টে বলেছে, নাম পরিবর্তনের জন্য রাজ্য যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেছে। নাম পরিবর্তন করা সরকারের বিবেচনার বিষয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct