আপনজন ডেস্ক: জীবন বিমা ও স্বাস্থ্য বিমা পলিসিতে ১৮ শতাংশ জিএসটি আরোপের কেন্দ্রের সিদ্ধান্তকে জনবিরোধী বলে অভিহিত করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
চিঠিতে তিনি বলেন, জীবন ও স্বাস্থ্য বীমার প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে অসুস্থতা, দুর্ঘটনা ও অকাল মৃত্যুর মতো অপ্রত্যাশিত সময়ে আর্থিক নিরাপত্তা ও সহায়তা প্রদান করা। স্বাস্থ্য ও জীবন বিমার প্রিমিয়ামে জিএসটি আরোপের সিদ্ধান্ত কেন্দ্র প্রত্যাহার না করলে দল আন্দোলনে নামবে বলে মন্তব্য করার একদিন পরেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছেন।
চিঠিতে লেখা হয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে জীবন বিমা ও স্বাস্থ্য বিমা পলিসি/পণ্যের উপর ১৮ শতাংশ জিএসটি আরোপ এবং আয়কর আইনের ৮০সি এবং ৮০ডি ধারায় নতুন কর ব্যবস্থায় ছাড় প্রত্যাহারের বিষয়ে আমি আপনাকে লিখছি, যা আমার কাছে প্রকৃতিগতভাবে অত্যন্ত জনবিরোধী।’ তিনি বলেন, বিমার প্রিমিয়ামের উপর জিএসটি আরোপ সাধারণ মানুষের উপর আর্থিক বোঝা বাড়ায়। এই অতিরিক্ত বোঝা (ক) অনেক ব্যক্তিকে নতুন পলিসি গ্রহণ বা তাদের বিদ্যমান বীমা কভারেজ অব্যাহত রাখতে বাধা হিসাবে কাজ করতে পারে, যার ফলে তারা অপ্রত্যাশিত আর্থিক সঙ্কটের ঝুঁকিতে পড়তে পারে। মমতা বলেন, পুরনো কর ব্যবস্থায় আয়কর আইনে যে ইনসেনটিভ ছিল, তা তুলে নেওয়ায় সাধারণ মানুষের দুর্দশাও আরও বেড়েছে। তিনি নির্মলা সীতারমনকে ‘জন-বিরোধী কর নীতি’ পর্যালোচনা করতে এবং জীবন বিমা ও স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের উপর থেকে জিএসটি প্রত্যাহার করতে অনুরোধ করেন। মমতা বলেন, জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের উপর জিএসটি প্রত্যাহার এবং নতুন কর ব্যবস্থায় এই জাতীয় প্রিমিয়ামের উপর আয়কর আইনের ৮০সি এবং ৮০ডি ধারায় ছাড় সহ বৃহত্তর বীমা কভারেজ সহজতর হবে। আমি বিশ্বাস করি আপনি এই অনুরোধটি অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করবেন। ইতিবাচক সাড়া পাব বলে আশা করছি। এদিন এনিয়ে এক্স-এ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভারত সরকারের কাছে আমাদের দাবি হল জনগণের স্বাস্থ্যের প্রয়োজনীয়তার ভিত্তিতে জীবন বিমা এবং মেডিকেল বিমা প্রিমিয়াম থেকে জিএসটি প্রত্যাহার করা। এই জিএসটি খারাপ কারণ এটি জনগণের মৌলিক গুরুত্বপূর্ণ প্রয়োজনগুলির যত্ন নেওয়ার ক্ষমতাকে বিরূপভাবে প্রভাবিত করে। সরকার ‘জনবিরোধী’ জিএসটি প্রত্যাহার না করলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘ভারত সরকার যদি জনবিরোধী জিএসটি প্রত্যাহার না করে, তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct