সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: নিজের মাকে খুন করতে ছেলের হাত কাঁপলো না। ঘটনাটি ঘটল বীরভূমের রাজনগর ব্লকের চন্দ্রপুর থানার পাতাডাঙ্গা গ্রামে। নিজের মাকে কুপিয়ে খুন করল ছেলে। বুধবার রাত্রে ঘটে এই নৃশংস ঘটনাটি।
পারিবারিক অশান্তির জেরেই এই খুনের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে খবর। মৃত মায়ের নাম বাসন্তী কুন্ডু। বয়স ৫৭ বছর। ভারী বস্তু দিয়ে মায়ের মাথায় আঘাত করে তাঁর একমাত্র ছেলে। মদ্যপ অবস্থায় মৃতার ছেলে লোটন কুন্ডু ভারী কোনো কিছু দিয়ে তার মায়ের মাথায় এবং শরীরে আঘাত করে।
চন্দ্রপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। চন্দ্রপুর থানার পুলিশ অভিযুক্ত লোটন কুন্ডুকে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেন চন্দ্রপুর থানার পুলিশ বলে জানা যায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct