সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং, আপনজন: এক ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর জখম হলেন একই স্কুলের ১০ জন শিক্ষক-শিক্ষিকা। বৃহষ্পতিবার বিকালে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত কালিবটতলা সংলগ্ন বাসন্তী হাইওয়ের উপর।দুর্ঘটনার কবলে পড়া শিক্ষক শিক্ষিকাদের স্থানীয়রা উদ্ধার করে।চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।গুরুতর জখম ১১ জন শিক্ষক-শিক্ষিকা হলেন মৌসুমী ঘোষ, জয়প্রসাদ বৈদ্য,সৌমেন ভুঁইয়া,রুবি সরকার,রথীন্দ্র নাথ রায়,প্রদীপ মন্ডল,সুতপা হালদার,শ্যামল মন্ডল,কৃষাণ দে,জগন্নাথ রায়,অমিত মন্ডল। সকলেরই অবস্থা সঙ্কটজনক। তাঁদের মধ্যে মৌসুমী ঘোষ,জয়প্রসাদ বৈদ্য,সৌমেন ভূইয়া,প্রদীপ মন্ডল,রথীন্দ্র নাথ রায় নামে৫ জন শিক্ষক শিক্ষিকার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হলে তাঁদের কে কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে বাসন্তী ব্লকের ঝড়খালি কোষ্টাল থানার অন্তর্গত ‘হেড়োভাঙ্গা বিদ্যাসাগর বিদ্যামন্দির উচ্চমাধ্যমিক হাইস্কুল’ রয়েছে।ওই স্কুলের ১১ জন শিক্ষক শিক্ষিকা প্রতিদিনই ক্যানিং থেকে ম্যাজিক গাড়ি করে যাতায়াত করেন। অন্যান্য দিনের মতো বৃহষ্পতিবার স্কুল ছুটির পর ম্যাজিক গাড়িতে চেপে তাঁরা ক্যানিংয়ের উদ্দেশ্যে ফিরছিলেন।প্রবল বর্ষন চলছিল। সেই সময় বাসন্তী হাইওয়ের সোনাখালি কালিবটতলা এলাকায় আচমকা অপর একটি ম্যাজিক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলে আসে এবং শিক্ষকদের গাড়িতে ধাক্কা মেরে পাশ কাটিয়ে দ্রুত গতিতে বাসন্তীর দিকে পালিয়ে যায়।সেই মুহূর্তে শিক্ষক শিক্ষিকাদের গাড়ি যাতে দুর্ঘটনার কবলে না পড়ে তারজন্য চালক সজোরে ব্রেক কষেন এবং গাড়ি থমকে যায়।গাড়ির মধ্যে ঠোকাঠুকি হয় গুরুতর জখম হয় ১১ জন। স্থানীয়রা সকলকে উদ্ধার করে। অন্য একটি ম্যাজিক গাড়িতে করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ৫ জন শিক্ষক-শিক্ষিকার অবস্থা সঙ্কটজনক হলে তাঁদের কে কলকাতায় স্থানান্তরিত করে হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct