চন্দনা বন্দ্যোপাধ্যায়, সোনারপুর, আপনজন: রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে নড়েচড়ে বসল প্রশাসন।আর এবার কলকাতা শহরতলির সোনারপুরে জলাভূমির উপর তৈরি বেআইনি বহুতল ভাঙতে এগিয়ে এল ব্লক প্রশাসন। বেআইনীভাবে কোনো রকম অনুমোদন ছাড়াই তৈরি হয়েছে বহুতল। নজরদারি এড়িয়ে কিভাবে এই বহুতল নির্মান হল তা নিয়েই উঠছে প্রশ্ন। কলকাতার মুকুন্দপুর লাগোয়া জগদীপোতায় জলাভূমি ভরাট করে তৈরি করা হয়েছিল বহুতল। কলকাতার উচ্চ আদালতের নির্দেশ নিয়ে এই বহুতল ভাঙার কাজ বৃহস্পতিবার শুরু করল সোনারপুর ব্লক প্রশাসন। সোনারপুর বিডিও ও নরেন্দ্রপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতিতে এই বেআইনী নির্মান ভাঙার কাজ শুরু হল। সুপ্তি জানা নামে একজন ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ বলে ব্লক প্রশাসন সূত্র জানিয়েছে।
এই বিষয়ে খেয়াদহ ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান মিতা জানান এই এলাকায় যে সমস্ত বেআইনী নির্মান হয়েছে তার বিরুদ্ধে পদক্ষেপ নেবেন তাঁরা ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct