নকীব উদ্দিন গাজী, নামখানা, আপনজন: আবহাওয়া কাটতেই মৎস্যজীবীদের জালে ধরা দিল রূপলী ইলিশ, সিজনের এই প্রথম নামখানার ঘাটে দেখা মিলল একের পর এক টলার ভর্তি ইলিশ আশায় বুক মারছে মৎস্যজীবীরা।
মরশুমের প্রথম ভালো পরিমাণ ইলিশ মাছ নিয়ে ট্রলার গুলি ঢুকলো নামখানা মৎস্য বন্দরে। মৎস্যজীবী ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন একদিনেই প্রায় ১০ টন ইলিশ মাছ নিয়ে এলো, মৎস্যজীবী দের ট্রলার । প্রথম থেকেই ইলিশ মাছ দেখা দিচ্ছিল না তার ওপরে আবহাওয়া খারাপ ফলে মৎস্যজীবীদের অনেকটাই সমস্যা পড়তে হয়েছিল কিছুটা ভালো হয়েছে আবহাওয়া ইলিশ মাছ দেখা দিয়েছে আগামী দিনে ইলিশ মাছ ভালো হবে বলে জানিয়েছে মৎস্যজীবী সুদিন দিন দাস। চলতি মরশুমের প্রথম থেকে ক্ষতির সম্মুখীন হয়েছিল মৎস্যজীবীরি । তবে এই মুহূর্তে অনুকূল আবহাওয়া রয়েছে ভালো পরিমান ইলিশ মাছ জালে পড়তে শুরু করেছে । মৎস্যজীবী সংগঠন গুলির দাবি এই মুহূর্তে যা খবর আসছে আগামী কয়েকদিনে প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা পড়বে। দুই থেকে তিন দিনের মধ্যে বাকি ট্রলার গুলি ফিরে আসবে নামখানার ঘাট । বাজারে ইলিশ যা চাহিদা রয়েছে তা অনেক টা পুরন হবে । দাম ও অনেক টাই কমবে। গভীর সমুদ্রে ধরে আনা ইলিশ ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে প্রতিটি আড়তে কমবেশি দেখা মিলল কলকাতা থেকে বিভিন্ন জেলা থেকে মৎস্য বিক্রেতারা ইলিশ মাছ কিনতে ভিড় জমিয়েছে ডায়মন্ড হারবার আড়তে তবে ৪০০ থেকে ৭০০ মধ্যে প্রায় ৯০০ টাকা কেজি, এক কেজির উপরে থেকে প্রায় ১৩ থেকে ১৪০০ টাকা কেজি দামে ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে বিক্রি হয়। তবে যে পরিমাণের ইলিশের দেখা মেলে সেই তুলনায় ঘাটতি ইলিশের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct