সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: সাবধানে চালাও, জীবন বাঁচাও। ঘুরছে চাকা ব্যস্ত মন, এখন কেন কানে ফোন। ঢাকা থাকুক মাথা, সুরক্ষায় শেষ কথা- হ্যাঁ, এরূপ শ্লোগানগুলিকে সামনে রেখে চলছে পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতা প্রচার অভিযান। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং লোকপুর থানার ব্যবস্থাপনায় বৃহস্পতিবার লোকপুর বালক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির উপর একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। কচিকাঁচাদের মধ্যে কিভাবে পথ পারাপার করতে হবে, কোন দিক দিয়ে পথ চলতে হবে, ট্রাফিক সিগন্যাল চিহ্নিত অনুযায়ী পথ পারাপার ইত্যাদি বিষয়গুলো পাঠদানের ন্যায় পড়ানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকপুর থানার এএসআই নয়ন ঘোষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্ধার্থ দত্ত প্রমুখ।অনুরূপ ভাড্ডি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের পড়ুয়াদের নিয়েও লোকপুর থানার পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হয়।সেখানে উপস্থিত ছিলেন লোকপুর থানার এএসআই নয়ন ঘোষ,স্থানীয় শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃনাল ভট্টাচার্য সহ অন্যান্য শিক্ষকগণ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct