নিজস্ব প্রতিবেদক, বসিরহাট, আপনজন: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার হাড়োয়া থানা মিনাখা ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উচিলদহ ভাঙ্গাপাড়া থেকে গ্রামবাসীদের হাতে ধরা পড়লো কুমির। বেশ কিছুদিন আগে মিনাখার বিদ্যাধরী নদীতে কুমিরটি দেখা যাচ্ছিল, এলাকার মানুষ দেখে আতঙ্কিত হয়ে পড়েন, তারপরে বেশ কয়েক দিন বিভিন্ন মাছের ঘেরিতে গিয়ে কখনো মাছ কখনো ছাগল খাচ্ছিল, এই কুমির টি ধরার জন্য নাজেহাল হয়ে পড়েছিল এলাকার মানুষ। তারা বিভিন্ন জায়গায় মাছের ঘেরি ও ফিসারীতে জাল পেতে রেখেছিল কুমির ধরার জন্য, আজ সন্ধ্যার পর একটি ম্যাছো ঘেরিতে ঢুকে মাছ খাচ্ছিল, এলাকার মানুষ তাকিয়ে ছিল কখন কুমিরটি আসবে, কুমির টি মাছের ঘড়িতে ঢোকার পর পরেই জাল দিয়ে কুমিরটিকে ঘিরে তার উপরে কয়েকজন ঝাঁপিয়ে পড়ে কুমিরটিকে ধরে ফেলে।