নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: ছয় বছর আগে ২০১৮ - র ৩১ জুলাই মাত্র চার মাসের জন্য দ : ২৪ পরগনার ডি আই হয়েছিলেন স্বনামধন্য ডব্লিউ বি ই এস অফিসার নজরুল হক সিপাই , ২০২৪ - এর ঠিক সেই একই তারিখে স্বপদে ফিরে এলেন তিনি , তাঁর ভাষায়, ‘ এ আমার ঘর ওয়াপসি হল ‘ । বিজ্ঞানের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে তিনি বিভিন্ন জেলার ডি আই হয়েছিলেন। তারপর এ ডি এম ই পদ থেকে আবার শিক্ষা দপ্তরের জেলা পরিদর্শকের পদে ফিরে এলেন নিজের জেলায় । বিদ্রোহী কবির নামের সঙ্গে তাঁর নামের সাদৃশ্য , বোধহয় সে কারণে তাঁর কর্ম পদ্ধতিতে আছে প্রতিবাদের ছোঁয়া , আর চেতনায় আছে কবিতার প্রতি অনুরাগ । বৃহস্পতিবার ভরা শ্রাবণের বিকেলে তৃণমূল মাদ্রাসা শিক্ষা সংগঠনের প্রতিনিধিরা যখন তাঁকে সংবর্ধনা দিতে এলেন , তখন তিনি তাঁদের ধন্য বাদ দিলেন এবং তাঁর অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার ও জেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনের প্রতিশ্রুতি দিলেন । সেই সঙ্গে কর্মক্ষেত্রে শিক্ষকদের আরো দায়বদ্ধ থাকার পরামর্শ দিলেন । ডি এল আই টি মেম্বার চম্পক নাগ নজরুল হক সিপাই কে স্বপদে ফিরিয়ে আনার জন্য শিক্ষা দপ্তরকে ধন্যবাদ জানালেন । শিক্ষক নেতা আবু সুফিয়ান পাইক বলেন , ভূমিপুত্র জেলার শিক্ষা পরিদর্শক হিসেবে ফিরে আসায় ডি আই অফিসের কাজে আগের চেয়ে বেশি স্বচ্ছতা আসবে আশা করা যায় । এই সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দাহ কন্দ হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মঞ্জুর আহমেদ , বিশিষ্ট শিক্ষক হায়দার আলী, তৌহিদ আহমেদ , পার্থ প্রামাণিক , আলমগীর সর্দার , রফিকুল ইসলাম , ফিরোজ জুলফিকার প্রমুখ ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct