রূপম চট্টোপাধ্যায় ও সেখ আব্দুল আজিম, হুগলি, আপনজন: গত ২৯ জুলাই ২০২৪ রিষড়া রেলওয়ে স্টেশনে নির্মম ভাবে কয়েকশো দেশীয় পাখি হত্যার বিরুদ্ধে এবার আন্তর্জাতিক পশু অধিকার সংগঠন পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ এ্যানিম্যাল ( পি ই টি এ)- এর দারস্থ হল হুগলির পশু প্রেমীদের সংগঠন আশ্রয় ( হোম এন্ড হসপিটাল ফর এ্যানিম্যাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন)।
আজ নির্দিষ্ট আবেদন পত্রে আবেদন জানিয়েছেন আশ্রয়ের সম্পাদক গৌতম সরকার। প্রসঙ্গত পিপিল ফর এথিক্যাল ট্রিটমেন্ট অফ এ্যানিম্যাল বা পেটা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া প্রদেশের নরফোক শহরের একটি পশু অধিকার সংগঠন। যে সংগঠন প্রায় কুড়ি লক্ষ সদস্য নিয়ে ছড়িয়ে আছে বিশ্বের নানা প্রান্তে । পেটার লক্ষ্য সম্পূর্ণ প্রাণীর অধিকার রক্ষা। পেটার শ্লোগান, “ প্রাণীরা মানুষের খাবার, পোশাক, পরীক্ষা- নিরীক্ষা বা বিনোদনের জন্য নয়। পেটা বিশ্বব্যপী কাজ করছে প্রাণীদের সুস্থ ভাবে বেঁচে থাকার অধিকার রক্ষার দাবিতে।
আশ্রয়ের সম্পাদক গৌতম সরকারের বক্তব্য, রেলের এই নিষ্ঠুরতার খবর বিশ্বের মানুষের কাছে আমরা তুলে ধরতে চাই। রেলের প্রয়োজনে গাছ ছাঁটতে হতে পারে, কিন্তু তারজন্য ডিম, শাবকসহ পাখিদের জীবন বিপন্ন করা হবে কেন? কেন বনদপ্তরের সঙ্গে সমন্বয় করে পাখিদের বংশবিস্তারের সময় এড়িয়ে, ছাঁটার আগেই উদ্ধার করে গাছপালা ছাঁটা হবে না? সাধারণ মানুষ দেশীয় পাখি পুষলে শাস্তি হবে, আর শয়ে শয়ে পাখি হত্যার বিচার শাস্তি হবে না!
সভাপতি ভাস্কর চট্টোপাধ্যায় জানান, সর্বত্রই রেল এরকম নিষ্ঠুরতার পরিচয় দিয়ে গাছ কেটে টিনের ছাউনি বানাচ্ছে। গরম কালে তার মারাত্মক প্রভাব সাধারণ যাত্রীরা টের পাচ্ছেন। এর বিহিত চেয়ে পথে নেমেছেন বহু মানুষ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct