মতিয়ার রহমান, কলকাতা, আপনজন: পশ্চিমবঙ্গ সরকার সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর হাজী মোহাম্মদ মহসিন এনডাওমেন্ট ফান্ড স্কলারশিপ বিতরণ এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মহা নাগরিক তথা নগর ও পুর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসার শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তাজাম্মুল হোসেন, গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, মন্ত্রী জাভেদ আহমেদ খান, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের চেয়ারম্যান আইএএস পি বি সালিম, পশ্চিমবঙ্গ মাইনোরিটি কমিশন এর চেয়ারম্যান আহমদ হাসান ইমরান, সাংসদ খলিলুর রহমান সংখ্যালঘু দফতরের স্পেশাল কমিশনার শাকিল আহমেদ, বিধায়ক জাকির হোসেন, বিধায়ক আব্দুল খালেক মোল্লা, সংখ্যালঘু দফতরে আতিরিক্ত সচিব ওবায়দুর রহমান, মাদ্রাসা শিক্ষা অধিকার এর ডাইরেক্টর আবিদ হোসেন, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সচিব শেখ আব্দুল মান্নাফ আলী, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ড. শেখ আবু তাহের কামরুদ্দীন, উত্তর ২৪ পরগনার বন ও ভূমি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ এবং আরো অন্যান্য গুণী ব্যক্তিবর্গ। ডিজিটালি প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ আরম্ভ করেন কলকাতার মহা নাগরিক ফিরহাদ হাকিম। প্রত্যেক বক্তা হাজী মোহাম্মদ মহসিন এর দানশীলতা, উদারতা, বদান্যতা, শিক্ষানুরাগী মনোবৃত্তি, ধার্মিকতা এবং মহানুভবতার কথা তুলে ধরেন এবং বলেন আজকের যুগে আমাদের এই মাইনরিটি সমাজকে উত্তরণের জন্য হাজী মোহাম্মদ মহসিন এর মত আরও মহান দানশীল ব্যক্তিত্বের প্রয়োজন। রাজ্যের বিভিন্ন হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা থেকে শুরু করে বেশ কয়েকটি মাদ্রাসার ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা এদিনের বৃত্তি বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সর্বমোট ১০৪ জন ছাত্রছাত্রীর হাতে কুড়ি হাজার টাকা করে হাজী মোহাম্মদ মহসিন এনডাওমেন্ট ফান্ড স্কলারশিপ তুলে দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct