আপনজন ডেস্ক: অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক প্রতিনিধি দল মঙ্গলবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে দেখা করে স্বীকৃতিহীন মাদ্রাসা থেকে শিক্ষার্থীদের সরকারি পরিচালিত স্কুলে স্থানান্তরিত করার নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে।
বৈঠকে উপস্থিত মৌলানা খালিদ রশিদ ফারাঙ্গি মাহালি পিটিআইকে জানিয়েছেন, প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এআইএমপিএলবির সাধারণ সম্পাদক মাওলানা ফজলুর রহমান মুজাদ্দিদি। উত্তরপ্রদেশের ৮,৪৪৯টি মাদ্রাসাকে রাজ্য সরকারের জারি করা নোটিশের উপর ভিত্তি করে জেলা প্রশাসন এই মাদ্রাসাগুলিকে তাদের শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষার জন্য স্কুলে ভর্তি করার নির্দেশ দিচ্ছে।প্রতিনিধি দলের যুক্তি ছিল, ২৬ জুন তৎকালীন মুখ্যসচিব দুর্গাশঙ্কর মিশ্র যে নির্দেশ জারি করেছিলেন, তা সংবিধানের পরিপন্থী, যেখানে সংখ্যালঘুদের তাঁদের পছন্দমতো শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার দেওয়া হয়েছে। তারা উল্লেখ করেন মাদ্রাসা এবং বৈদিক পাঠশালাগুলি ২০০৯ সালের শিক্ষার অধিকার আইন থেকে অব্যাহতিপ্রাপ্ত। ৭ জুন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন মুখ্যসচিবকে যে চিঠি দিয়েছে তা নিয়েও তীব্র আপত্তি জানিয়েছে বোর্ড। ফারাঙ্গি মাহালি বলেন, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যসচিব দুর্গাশঙ্কর মিশ্র ২৬ জুনের নির্দেশে সমস্ত জেলা ম্যাজিস্ট্রেটকে ৭ জুন এনসিপিসিআর-এর একটি চিঠি অনুসরণ করার নির্দেশ দেন। চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে, সরকারি অনুদানপ্রাপ্ত মাদ্রাসায় থাকা সব অমুসলিম শিক্ষার্থীকে আনুষ্ঠানিক শিক্ষার জন্য বেসিক এডুকেশন কাউন্সিলের অধীনে থাকা স্কুলে ভর্তি করতে হবে। এছাড়া স্বীকৃত মাদ্রাসায় অধ্যয়নরত সমস্ত শিশুকে কাউন্সিল স্কুলে ভর্তি করতে হবে। উত্তরপ্রদেশে প্রায় ২৫,০০০ মাদ্রাসা রয়েছে, যার মধ্যে ১৬,০০০ সরকার স্বীকৃত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct