আপনজন ডেস্ক: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য প্রস্তাবিত ফি বৃদ্ধি কার্যকর না করার লিখিত আশ্বাস দেওয়ার পরে বৃহস্পতিবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত উপাচার্য নির্মাল্য নারায়ণ চক্রবর্তীর কাছ থেকে ২০ ঘন্টার ঘেরাও তুলে নিয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র বিতান ইসলাম বলেছেন, কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক এবং স্নাতকোত্তর কোর্সে নবীনদের প্রস্তাবিত ফি বৃদ্ধি কার্যকর করা হবে না। স্নাতক ফি ৪,২০৫ টাকা থেকে বাড়িয়ে ৭,২০০ টাকা এবং স্নাতকোত্তর ফি ৪,৩০০ টাকা থেকে বাড়িয়ে ৭,২০০ টাকা করার প্রস্তাবিত ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন করছিলেন পড়ুয়ারা। দশ বছরের মধ্যে প্রথমবারের মতো এই ফি বৃদ্ধির প্রস্তাব করা হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য ফি বৃদ্ধি কার্যকর করা হবে না বলে নিশ্চিত করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct