নকীব উদ্দিন গাজী, মথুরাপুর, আপনজন: রেল বাজেটে বাংলায় নেই কিছু আর সেই নিয়ে লোকসভাতে সরব হলেন সাংসদ বাপি হালদার। কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর রেললাইন বাস্তবায়িত আজও হলো না কেন লোকসভাতে প্রশ্ন তুললেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার।
বুধবার লোকসভাতে দেশের বাজেট প্রকাশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বাপি হালদার বলেন, অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছে তাতে বাংলাকে আরো অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে। সরকার বাঁচাতে যে রাজ্যগুলি সাহায্য করেছে শুধু তাদের কথা ভাবা হয়েছে এই বাজেটে। বাংলাকে অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে।
আলাদাভাবে রেল বাজেট না হওয়াতে অনেকটা পিছিয়ে পড়ছে রেল।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ এনে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন যে প্রকল্প শুরু করেছিলেন এমনকি তাঁর প্রস্তাবিত রেললাইন গুলি আজও কেন হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন বাপি হালদার। প্রস্তাবিত রেল লাইনের মধ্যে মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর, জয়নগর থেকে রায়দিঘি, মন্দিরবাজার থেকে রামগঙ্গা নতুন রেললাইনের প্রস্তাবনা থাকলেও আজতা বাস্তবায়ন কেন হয়নি? তা দিয়ে সরব হন মথুরাপুরের সাংসদ বাপি হালদার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct