নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: ডেঙ্গু রুখতে হাওড়া পুরসভা এলাকায় ড্রেনে ছাড়া হবে গাপ্পি মাছ। মশার বংশবৃদ্ধি ঠেকাতে এই উদ্যোগ নিয়েছে পুর কর্তৃপক্ষ। বুধবার সকালে পুরসভার তরফ থেকে প্রথম দফায় প্রায় সাড়ে ১২ লক্ষ গাপ্পি মাছ তুলে দেওয়া হয় বিভিন্ন ওয়ার্ডের স্বাস্থ্য কর্মীদের হাতে। এরা নিজ নিজ ওয়ার্ডের জমা জলে ও ড্রেনে এই গাপ্পি মাছ ছাড়ার কাজ করবেন। বুধবার সকালে পুরসভার কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচির সূচনা করেন মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। উপস্থিত ছিলেন পুর কমিশনার, অন্যান্য কর্মকর্তারা সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিকরাও। ডা: সুজয় চক্রবর্তী বলেন, প্রতি বছরের মতো এটা একটা ডেঙ্গু প্রতিরোধ অভিযানের একটা ক্যাম্প। প্রতি বছরই নর্দমায় গাপ্পি মাছ ছাড়া হয়। এই বছর প্রথম ফেজে প্রায় সাড়ে ১২ লক্ষ গাপ্পি মাছ ছাড়া হবে। এর উদ্বোধন হল এদিন। দ্বিতীয় ফেজে আগামী সেপ্টেম্বর মাসে আরও কয়েক লক্ষ গাপ্পি মাছ ছাড়া হবে। ডেঙ্গু কেস এবার এখনও পর্যন্ত কম। তবে আত্মতুষ্টির জায়গা নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct