আপনজন ডেস্ক: টেস্ট ব্যাটসম্যানদের আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন ইংলিশ ব্যাটসম্যান জো রুট। এক থেকে দুইয়ে নেমে গেছেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। বোলারদের র্যাঙ্কিংয়ে অবশ্য শীর্ষ দশে কোনো পরিবর্তন নেই। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে গতির ঝড় তোলা মার্ক উড ৬ ধাপ উঠে এসে ২০ নম্বরে আছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজে ২৯১ রান করেন রুট। বার্মিংহামে তৃতীয় টেস্টে এক ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেয়ে খেলেন ৮৭ রানের ইনিংস। তাতে ২০ রেটিং পয়েন্ট বেড়েছে এই ডানহাতি ব্যাটসম্যানের। তাঁর বর্তমান রেটিং পয়েন্ট ৮৭২।
উইলিয়ামসন দুইয়ে আছেন ১৩ রেটিং পয়েন্টে পিছিয়ে। শীর্ষ পাঁচে থাকা অন্যদের মধ্যে বাবর আজম ও ড্যারিল মিচেল আছেন যৌথভাবে ৩ নম্বরে, ৫ নম্বরে আছেন স্টিভ স্মিথ। এঁদের সবাই এক ধাপ করে এগিয়েছেন। তিনে থাকা হ্যারি ব্রুক চার ধাপ পিছিয়ে সাতে নেমেছেন।
রুট সর্বপ্রথম র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন ২০১৫ সালে। সর্বশেষ ২০২৩ সালের জুনেও ১ নম্বরে ছিলেন তিনি। গত সপ্তাহে বার্মিংহাম টেস্ট শুরুর আগে ছিলেন ২ নম্বরে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে গতি আর বাউন্সে ঝড় তোলা উড বার্মিংহাম টেস্ট উইকেট নেন ৭টি। ডানহাতি এ পেসার র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলস এগিয়েছেন ৭ ধাপ। ২২ বছর বয়সী এই পেসার আছেন ২৬ নম্বরে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।
সিরিজের দ্বিতীয় টেস্ট নেন ৭ উইকেট। চলতি সিরিজে অভিষিক্ত গাস অ্যাটকিনসন ৪ ধাপ এগিয়ে এখন ৪৬ নম্বরে। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন রবিচন্দ্রন অশ্বিন। এখানে বাংলাদেশের শীর্ষ বোলার স্পিনার তাইজুল ইসলাম, আছেন ১৬ নম্বরে।
ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশিদের সেরা র্যাঙ্কিং মুশফিকুর রহিমের ২৫।
টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন নেই। তবে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস এক ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠেছেন। বাংলাদেশের সাকিব আল হাসান ৩ নম্বরে। শীর্ষে অবস্থান করছেন রবীন্দ্র জাদেজা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct