আপনজন ডেস্ক: ঐতিহ্যে, সাফল্যে এখনো ম্যানচেস্টার সিটির চেয়ে বেশ এগিয়ে বার্সেলোনা। সিটির প্রিমিয়ার লিগে ১০ আর চ্যাম্পিয়নস লিগে ১ ট্রফির বিপরীতে বার্সেলোনার লা লিগায় ট্রফি ২৭টি, চ্যাম্পিয়নস লিগে ৫টি। তবে সাম্প্রতিক সাফল্য বিবেচনায় বার্সার চেয়ে ঢের এগিয়ে সিটি। টানা চারবারের প্রিমিয়ার লিগজয়ীরা গত পাঁচ বছরের মধ্যে জিতেছে সম্ভাব্য সব ট্রফিই।
বার্সেলোনার নতুন কোচ হান্সি ফ্লিক বলেছেন, তাঁর দল গার্দিওলার ম্যানচেস্টার সিটির মতো কাজ করতে চায়। আর সেটা দর্শনগত দিক থেকে, তবে অর্জনের পদ্ধতি হবে ভিন্ন। প্রাক্-মৌসুম পর্বে সিটির বিপক্ষে প্রীতি ম্যাচের পর এ কথা বলেন তিনি।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাতে ফ্লোরিডার অরলান্ডোয় প্রীতি ম্যাচে মুখোমুখি হয় বার্সেলোনা-ম্যানচেস্টার সিটি। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ২-২ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জেতে বার্সা। ম্যাচে বার্সার হয়ে গোল করেন পাউ ভিক্টর (২৪তম মিনিট) ও পাবলো তোলে (৪৫+২)। দুই দফায় পিছিয়ে পড়া সিটিকে সমতায় ফেরান নিকো ও’রেইলি (৩৯) ও জ্যাক গ্রিলিশ (৬০)। ম্যাচ শেষে সিটির মতো দলের বিপক্ষে ভালো খেলায় সন্তুষ্টি প্রকাশ করতে দেখা যায় ফ্লিককে, ‘আমরা একসঙ্গে রক্ষণ সামলেছি, একসঙ্গে আক্রমণে গেছি। দল হিসেবে এভাবেই খেলার ইচ্ছে ছিল আমাদের। প্রথমার্ধে আমরা বোধ হয় একটু নিচে নেমে পড়েছিলাম। আমাদের পরিকল্পনা ছিল আরেকটু সামনে খেলা। আমাদের আরও বল দখলে রেখে খেলা দরকার। তবে আমরা কিন্তু ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলেছি। পেপ (গার্দিওলা) আট বছর ধরে দলটায় আছে। দর্শনের দিক থেকে আমরাও ওদের মতোই (কাজ) করতে চাই। হতে পারে একটু ভিন্নভাবে। তবে ওদের ধারণাটাই (নিতে চাই)।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct