আপনজন ডেস্ক: ক্রিকেটে প্রথম অধিনায়ক হিসেবে টানা দুটি বিশ্বকাপ জিতেছেন ক্লাইভ লয়েড। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কীর্তি গড়া এই কিংবদন্তি এবার ক্যারিবিয়ান অঞ্চলের সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন। ‘অর্ডার অব দ্য ক্যারিবিয়ান কমিউনিটি (ওসিসি)’ পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।
গ্রেনাডায় কনফারেন্স অব হেডস অব গভর্নমেন্ট অব দ্য ক্যারিবিয়ান কমিউনিটির (কারিকম) ৪৭তম সম্মেলনে লয়েডকে ওসিসি পুরস্কার প্রদান করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত থাকা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি ড. কিশোর শ্যালো বলেছেন,‘ পুরস্কারটি এমন একজনের দেওয়া হয়েছে, যিনি শুধু ক্রিকেট মাঠের উৎকর্ষের প্রতীক নন, ক্যারিবিয়ান এবং বিশ্বের নেতৃত্ব ও অনুপ্রেরণার স্তম্ভ। ক্রিকেটে স্যার ক্লাইভের অবদান এবং খেলাটির উন্নয়নে তাঁর নিবেদন সত্যিই অতুলনীয়।’
লয়েডের অধীনে প্রথম দুই বিশ্বকাপ ১৯৭৫ ও ১৯৭৯ তে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। দারুণ বিচক্ষণ এই অধিনায়ক ব্যাটার হিসেবেও দুর্দান্ত ছিলেন।
সত্তর-আশির দশকের আক্রমণাত্মক ব্যাটার ছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলেছেন তিনি।
লয়েডের অধীনে ৭৪ টেস্টের মধ্যে মাত্র ১২টি হেরেছে ক্যারিবিয়ানরা। ৭৯ বছর বয়সী কিংবদন্তি খেলা ছাড়ার পর কোচ, নির্বাচক ও ম্যাচ রেফারির দায়িত্বও পালন করেছেন।
এ ছাড়া গায়ানা স্বাস্থ মন্ত্রণালয়েও কাজ করেছেন তিনি। ২০১৯ সালে নাইটহুড সম্মানেও ভূষিত হয়েছেন লয়েড।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct