আপনজন ডেস্ক: জিএ মুহূর্তে যেসব তরুণ তুর্কিকে আগামী দিনের তারকা ভাবা হচ্ছে, আরদা গুলের তাঁদের অন্যতম। রিয়াল মাদ্রিদ ও তুরস্কের হয়ে এরই মধ্যে নিজের সামর্থ্যের ঝলক দেখিয়েছেন ১৯ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। এমনকি তাঁকে ডাকাও হয় ‘তুর্কি মেসি’ বলে।
গুলের রিয়ালের হয়ে যখনই মাঠে নেমেছেন, নিজের প্রতিভার প্রমাণ রেখেছেন। আর ইউরোতে তুরস্কের জার্সিতেও গুলের ছিলেন উজ্জ্বল। গোল করে নজর কাড়ার পাশাপাশি দলের খেলাতেও তাঁর অবদান ছিল অনন্য।
নিজের সামর্থ্যের কারণেই আগামী মৌসুমে রিয়ালের নায়ক হয়ে ওঠার সুযোগ আছে গুলেরের। ভিনিসিয়ুস জুনিয়র–এমবাপ্পে–বেলিংহাম–রদ্রিগোদের ভিড়ে অবশ্য সুযোগ যে খুব কম পাবেন, তা বলাই যায়। তবে অল্প সুযোগ কাজে লাগিয়ে আকর্ষণ কেড়ে নেওয়ার মতো দক্ষতা তাঁর আছে।
সম্প্রতি গুলেরের সামর্থ্য নিয়ে কথা বলেছেন সদ্য রিয়ালকে বিদায় বলা কিংবদন্তি টনি ক্রুস। সাবেক এই জার্মান মিডফিল্ডার মনে করেন, গুলের এই সময়ের তরুণদের চেয়ে আলাদা। তাঁর মতো খেলোয়াড় এ মুহূর্তে বিশ্ব ফুটবলে খুব বেশি নেই বলে মন্তব্যও করেছেন ক্রুস।
গুলেরকে নিয়ে ক্রুস বলেছেন, ‘আরদাকে (গুলের) যা অন্য তরুণ খেলোয়াড়দের চেয়ে আলাদা করে, সেটা হচ্ছে তরুণ খেলোয়াড় হিসেবে সে শেখার জন্য মনের দ্বার উন্মুক্ত রাখে। সে আসার পর থেকে আমরা অনুশীলনের আগে ও পরে যা করি তাতে, অনেক মনোযোগ দেয়। এমন খেলোয়াড় খুব বেশি নেই।’
ক্রুসকে কেন এত ভালো লাগে, তাঁর ব্যাখ্যা দিতে গিয়ে ক্রুস আরও বলেন, ‘সে সত্যিই অনেক শিখতে চায় এবং উন্নতি করতে চায়। তার ফিনিশিং এবং শুটিং অবিশ্বাস্য। অনুশীলনের প্রথম সেশন থেকেই আমরা তা লক্ষ করেছি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct