সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: কোচবিহার জেলার কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো ট্রাই নেশন কাপ ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৪, আয়োজক ছিলো কোচবিহার জেলা ক্যারাটে ক্রীড়া সংস্থা, ভারত-নেপাল ও ভুটান এই তিনটি দেশের প্রায় ৫০০ ক্যারাটে খেলোয়াড় এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে, ভারত সরকারের কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের অধীন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন হাই স্কুল থেকে মেয়েরা এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে এবং নজর কাড়া সাফল্য অর্জন করে। কাতলামারি হাই স্কুলের লাবনী খাতুন কাতার ইভেন্টে সিলভার মেডেল, মাতরোজা সুলতানা কুমিতে ইভেন্টে গোল্ড মেডেল, জেবিমা সুলতানা কুমিতে ইভেন্টে ব্রঞ্জ মেডেল অর্জন করে।
কাটাখালি পুঠিয়া হাই স্কুলের আয়েশা সিদ্দিকা কাতা ইভেন্টে গোল্ড মেডেল, স্নেহা ইয়াসমিন সিলভার মেডেল, নাজমিন সুলতানা, শবনাজ সুলতানা, শারমিন সুলতানা, ব্রঞ্জ মেডেল, নাসরিন খাতুন সিলভার মেডেল অর্জন করে।
ধুলিয়ান বনি চান্দ আগারওয়াল বালিকা বিদ্যালয়ের রিম্পা মন্ডল, প্রিয়াঙ্কা মন্ডল, রঞ্জনা মন্ডল কাতা ইভেন্টে গোল্ড মেডেল, চৈতালি মন্ডল সিলভার মেডেল, বর্ষা মন্ডল সঙ্গীতা মন্ডল ব্রঞ্জ মেডেল অর্জন করে।
নিউ ফরাক্কা হাইস্কুলের বর্ষা মন্ডল ও নুরনিহার খাতুন যথাক্রমে কাতা ও কুমিতে ইভেন্টে সিলভার মেডেল, এবং যুথিকা কিস্কু কাতা ইভেন্টে গোল্ড মেডেল এবং রোকিয়া খাতুন ব্রোঞ্জ মেডেল জয় লাভ করে।
জয়ী এই কিশোরীদের কোচ তথা ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ মুর্শিদাবাদের প্রেসিডেন্ট শিহান দেবাশিস মন্ডল বলেন এই কিশোরীরা খুব ভালো ফল করেছে, ভবিষ্যতে আরো ভালো জায়গায় খেলবে, এই চ্যাম্পিয়নশিপে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত দত্ত, নেপালের শিহান শ্যাম রাই প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct