নিজস্ব প্রতিবেদক, ডা. হারবার, আপনজন: অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। প্রশাসনিক সূত্রে খবর আগামী ১০ আগস্ট ডায়মন্ড হারবারের রবীন্দ্রভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে সংসদের অধিবেশনে রয়েছেন। অধিবেশন শেষ হলে কলকাতায় ফিরে ডায়মন্ড হারবার নিয়ে বসবেন। জানা গিয়েছে নিজের সংসদীয় এলাকায় সরকারি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বৈঠকে আলোচনা হবে। কবিদের সময় থেকে রাজ্য রাজনীতির আলোচ্য বিষয় ‘ডায়মন্ড হারবার মডেল’। সেই মডেল নিয়ে তৃণমূলের মধ্যে মত এবং পাল্টা মত রয়েছে। এক সময় এই ডায়মন্ড হারবার মডেল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমালোচনায় মুখর হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এখন সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে বলতে শোনা গিয়েছে অভিষেক পরিবর্তন রাজনৈতিক হয়ে উঠেছেন। লোকসভা ভোটের ছ মাস আগে ডায়মন্ড হারবার এর সাংসদ তহবিল এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সহ কি কি কাজ হয়েছে তা নিয়ে রিপোর্ট কার্ড প্রকাশ করেছিলেন অভিষেক। সেই কর্মসূচি থেকে অভিষেক হিসাব দিয়েছিলেন প্রতি ঘন্টায় এবং দৈনিক কত টাকা ডায়মন্ড হারবারে খরচ হয়েছে। গত ডিসেম্বরে তাল লোকসভা কেন্দ্র এলাকায় বার্ধক্য ভাতা দেওয়ার ক্ষেত্রে বাড়তি উদ্যোগ নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিষেবা দেওয়াকে কেন্দ্র করে অভিষেক এবার ডায়মন্ড হারবারে রেকর্ড ভোটে জিতেছেন বলে তৃণমূল নেতাদের দাবি। লোকসভা ভোটের পর থেকে অভিষেকের এক্স পোস্ট বক্তৃতা ইত্যাদিতে একটি বিষয়ের স্পষ্ট হয় যে তিনি চান রাজ্য সরকারের কাজ আরো গতিশীল হোক। সময়ের কাজ সময় শেষ করার বিষয়টি নিয়ে তিনি বিশেষ সচেষ্ট। আসন্ন প্রশাসনিক বৈঠক থেকে অভিষেক ডায়মন্ডহারবারকে সামনে রেখে তাই সেই বার্তাকেই প্রাধান্য দেবেন বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রশাসনিক বার্তা দেওয়ার পাশাপাশি আগামী দিন ডায়মন্ড হারবারে পরিষেবা কিভাবে মানুষ পাবে সেই পরিকল্পনাও তুলে ধরবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct