আপনজন ডেস্ক: কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধি বুধবার বলেছেন, নরেন্দ্র মোদি সরকার “আত্ম-বিভ্রান্তি” অব্যাহত রেখেছে। যার ফলে কোটি কোটি পরিবার “ক্রমবর্ধমান বেকারত্ব এবং মূল্যবৃদ্ধিতে বিধ্বস্ত”। গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন সামনে রেখে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন (সিপিপি) বলেছেন, জনসাধারণের সমর্থনদলের পক্ষে রয়েছে তবে লোকসভা ভোটে যে গতিবেগ এবং সদিচ্ছা তৈরি হয়েছিল তা বজায় রাখা দরকার। সংবিধান সদনের (পুরাতন সংসদ ভবন) সেন্ট্রাল হলে দলীয় সাংসদদের এক সভায় ভাষণ দিতে গিয়ে সোনিয়া বলেন, মোদী সরকার লোকসভা নির্বাচনে তার “উল্লেখযোগ্য পতন” থেকে শিক্ষা নিতে অস্বীকার করেছে এবং সম্প্রদায়গুলিকে বিভক্ত করার এবং ভয় ও শত্রুতার পরিবেশ ছড়িয়ে দেওয়ার নীতিতে অবিচল রয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যক্রমে আমলাতন্ত্রকে কীভাবে অংশ নিতে দেওয়া হয়েছে, তাও উল্লেখ করেন সিপিপি নেতা। তিনি বলেন, আরএসএস নিজেকে একটি সাংস্কৃতিক সংগঠন বলে দাবি করে, কিন্তু সারা বিশ্ব জানে যে এটি বিজেপির রাজনৈতিক ও আদর্শিক ভিত্তি। চার রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন সম্পর্কে কথা বলতে গিয়ে সোনিয়া দলীয় সহকর্মীদের বলেন, আত্মতুষ্টিতে বা অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া উচিত নয় এবং ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। আমি সাহস করে বলতে পারি, লোকসভা নির্বাচনে আমরা যে প্রবণতা দেখেছি, তার প্রতিফলন ঘটলে জাতীয় রাজনীতিতে আমূল পরিবর্তন আসবে। কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন তাঁর ভাষণে বলেন, কয়েক মাসের মধ্যেই চার রাজ্যের ভোট। লোকসভা ভোটের সাফল্য ধরে রাখতে পারলে আমাদের জয় অবশ্যম্ভাবী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct