মনিরুজ্জামান, বারাসত, আপনজন: কৃতী শিক্ষার্থীরাই হল আমাদের ভবিষ্যত।তারাই পারবে আগামীদিনে বাংলা তথা দেশের মুখকে উজ্জ্বল করতে।আর কৃতী শিক্ষার্থীদের পাশে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে চলেছেন,তা কুর্নিশের যোগ্য বলে মনে করিয়ে দেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্যতম সিনিয়র সদস্য হাজী একেএম ফারহাদ।
উল্লেখ্য, মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বারাসাত এলাকার হুমাইপুর নুরুন্নবী সিনিয়র মাদ্রাসায় এক অনুষ্ঠানের মাধ্যমে মাদ্রাসায় পাঠরত কৃতী শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান করা হয়।অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশিষ্ট শিক্ষক তথা দক্ষ সংগঠক ফারহাদ বলেন,তোমরাই আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র।তোমরাই পারবে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ভার নিতে। তাই যে কোনও কঠিন পরিস্থিতির মধ্যে যখনই আমাদের সহযোগিতা প্রয়োজন মনে করবে নির্দ্বিধায় যোগাযোগ করার কথাও তিনি বলেন। তিনি আরও বলেন, হীনমন্যতাকে দূর করে আগামীতে ভালো কিছু করার লক্ষ্যে এগিয়ে চলাই হোক তোমাদের মূলধন। এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ,জেলা সংখ্যালঘু আধিকারিক পূর্ণিমা দে,কাউন্সিলর গোপাল ব্যানার্জি,মাদ্রাসার সুপার,পরিচালন সমিতির কর্মকর্তা,শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্টজনেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct