আপনজন ডেস্ক: মঙ্গলবার ভোরে কেরালার ওয়েনাডে ভারী বৃষ্টিতে ধারাবাহিক ভূমিধসে মৃতের সংখ্যা প্রায় ১৫০ জনের কাছাকাছি।
১৫০জন নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে, এবং হাজার হাজার আহত বা বাস্তুচ্যুত হয়েছে। উদ্ধারকাজ চলছে। মঙ্গলবার মুন্ডাক্কাই, চুরালমালা, আট্টমালা এবং নুলপুঝা গ্রামে বড় ধরনের ধস নামে। মঙ্গলবার ভোরে ভূমিধসের ঘটনা ঘটে এবং বাড়িঘর ও পরিবারগুলো ভেসে যায়। বেশ কিছু বাড়ি বিধ্বস্ত হয়েছে, জলাশয় ফুলে উঠেছে এবং গাছ উপড়ে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ওয়ানাড, ইদুক্কি, ত্রিশূর, পালাক্কাড়, মালাপ্পুরম, কোঝিকোড়, কান্নুর এবং কাসারগড় জেলায় অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের একটি গুরুত্বপূর্ণ সেতু ধসে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।। রাজ্যের বনমন্ত্রী এ কে শশীন্দ্রন রয়টার্সকে জানান, পরিস্থিতি খুবই গুরুতর। সরকার থেকে সব সংস্থাকেই সেখানে উদ্ধারকাজে পাঠানো হয়েছে। মঙ্গলবারও সেখানে দিনভর বৃষ্টি হয়েছে। যে এলাকায় ভূমিধস হয়েছে সেখানে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ সেতু ধসে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলেও জানান বনমন্ত্রী সম্মেলন। তিনি বলেন, সেনবাহিনী সেখানে একটি অস্থায়ী সেতু নির্মাণের কাজ করছে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ওয়ানাডে ভূমিধসের ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং বলেছেন যে ৩,০৬৯ জন কেবল ওয়ানাডে ৪৫ টি ত্রাণ শিবিরে রয়েছেন এবং পাঁচজন মন্ত্রী ত্রাণ ও উদ্ধার অভিযানের সমন্বয় করছেন। সাংবাদিক সম্মেলনে বিজয়ন বলেন, “ওয়ানাডে ভূমিধস একটি হৃদয় বিদারক বিপর্যয়। প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে। পুরো এলাকা নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা এখন পর্যন্ত ৯৩ জনের লাশ উদ্ধার করেছি, তবে সংখ্যার পরিবর্তন হতে পারে। আহতদের চিকিৎসাধীন রয়েছেন ১২৮ জন। গতকাল রাতে যারা ঘুমাতে গিয়েছিলেন তাদের অনেকেই ভেসে গেছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct