নিজস্ব প্রতিবেদক, কোচবিহার, আপনজন: কোচবিহার জেলার রেড ক্রস ভবনে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত আন-এডেড মাদ্রাসার পক্ষে “বেঙ্গল মাদ্রাসা টিচার্স ফোরাম” এর আহ্বানে কোচবিহারে জেলা শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হল। গতকাল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে কয়েকশো শিক্ষকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় দিনাজপুর জেলা সম্মেলন।পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত ২৩৫ টি আন-এডেড মাদ্রাসা ২০১৩ সালে অনুমোদন পেলেও আজ ২০২৪ সালে এসেও উক্ত প্রতিষ্ঠানগুলোতে অনধিক ৪০ হাজার ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গ সরকার প্রদেয় কেবল বই খাতা ছাড়া সকল রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। ন্যূনতম জামা জুতা ব্যাগ টুকুও তাদেরকে প্রদান করা হয় না। এমনকি সিনিয়র মাদ্রাসার তিনজন শিক্ষকের বেতন নেই। এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষকর্মীরা আজ তাদের সংশয়পত্র পেল না। সর্বক্ষণই একটি অনিশ্চয়তা জীবন যাপনের মধ্য দিয়ে তারা অতিবাহিত। এদিন উপস্থিত ছিলেন বেঙ্গল মাদ্রাসা টিচার্স ফোরামের রাজ্য সম্পাদক আসাদুজ্জাম, সহ-সম্পাদক শেখ শারিফুল, রাজ্য সভাপতি শেখ ফুলসাদ উপদেষ্টা কমিটির আহ্বায়ক কাজী মিরাজুল ইসলাম। এমতাবস্থায় তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে এই সম্মেলনে আয়োজন করেছে। তারা আশা রাখে মাননীয়া মুখ্যমন্ত্রী অনতিবিলম্বে পিছিয়ে পড়া সমাজের অগ্রগতিতে অবিলম্বে সদর্থক ভূমিকা নেবেন ও দীর্ঘ বঞ্চনার অবসান ঘটাবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct