দেবাশীষ পাল, মালদা, আপনজন: ঝাড়খন্ডে ট্রেন দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন মালদার তিন পরিযায়ী শ্রমিক। আহত শ্রমিকদের চিন্তায় এখন রীতিমতো উদ্বিগ্ন তাদের পরিবারবর্গ। জানা গেছে, মঙ্গলবার ভোরের দিকে ঝাড়খন্ডের চক্রধরপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় হাওড়া-মুম্বইগামী এক্সপ্রেস ট্রেনের ১৮টি কামরা উল্টে যায়। ফলে হতাহতের ঘটনা ঘটে। তিনজনের মৃত্যু সহ ২০জন আহত হওয়ার খবর মেলে। সেই আহতদের মধ্যে রয়েছেন মালদার তিন পরিযায়ী শ্রমিক। তাদের নাম যথাক্রমে জামশেদ আলি, বয়স ৩২ বছর, সোহরাব আলি, বয়স ৪০ বছর এবং কাদির সেখ। তিনজনেরই বাড়ি মালদার ইংরেজবাজার ব্লকের নরহাট্টার কোকলামারি লক্ষ্মীঘাট এলাকায়। তারা অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। আর এই খবর পাওয়ার পর থেকেই তাদের পরিবারবর্গ চিন্তায় রয়েছেন। ঘনঘন ফোন কোরে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct