বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার, আপনজন: অল্প বৃষ্টিতেই ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকে বাসুল ডাঙ্গা অঞ্চল এর গুরুত্বপূর্ণ রাস্তা খালা খন্ডে জমছে জল এর ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় পথ চলতি মানুষ ও ছোট ছোট গাড়ি।
স্থানীয় পথ চলতি মানুষদের অভিযোগ অল্প বৃষ্টি হলেই বাসুল ডাঙ্গা রেলগেট বাজার এর দুই পাশে রাস্তায় খালা খন্ডে ভরা তাতে জল জমে, সাধারণ মানুষের হেঁটে যেতে খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এই জল বৃষ্টি কমে গেলেও বহুদিন ধরে জমে থাকছে। কখনোই জল থেকে পচে দুর্গন্ধ বের হচ্ছে দুর্ভোগের শিকার হচ্ছে ,মুখে কাপড় চাপা দিয়ে হাটু পর্যন্ত কাপড় তুলে এই সমস্ত জায়গা পার হচ্ছেন নিত্যযাত্রী থেকে শুরু করে স্কুল কলেজ ও অসুস্থ রোগীরাও। পাশাপাশি বাসুল ডাঙ্গা রেলগেট থেকে পঞ্চগ্রাম হাসপাতাল মোড় পর্যন্ত ১ কিলোমিটার গামির বেশি এই গুরুত্বপূর্ণ সড়কে বিভিন্ন জায়গায় খালা খন্ডে ভরা তাতে জল জমে যাচ্ছে।এলাকার পথ চলতি মানুষ তারা জানান এ গুরুত্বপূর্ণ রাস্তায় অল্প বৃষ্টি হলেই জল জমা হয়ে থাকছে। যে সমস্ত জায়গায় খালা খন্ডে জল জমা হয়ে থাকে সেগুলি থেকে জল নিকাশি নালা আসতে পারে না, এই দুই সমস্যার কারণে এলাকার পথ চলতি মানুষদের মধ্যে দুর্ভোগ বাড়ছে। নোংরা জল ডিঙিয়ে স্থানীয় পথ চলতি মানুষ তাদের চলাচল করতে হচ্ছে। অবিলম্বে প্রশাসনকে এ ব্যাপারে নজরদারি চালানো উচিত। এলাকার বাসিন্দার আরো জানালেন বাসুল ডাঙ্গা থেকে পঞ্চগ্রাম হাসপাতাল গামী রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তার আশে পাশে বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি স্কুল রয়েছে। রাস্তার উপর দিয়ে চাঁদা,কবিরা, পঞ্চগ্রাম,সিংবেরিয়া সহ প্রায় আট টি গ্রামের মানুষ ও কয়েক হাজার ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষ অসুস্থ রোগী যাওয়া-আসা করে। অল্প বৃষ্টিতেই রাস্তাগুলোর বিভিন্ন জায়গায় খালা খন্ডে জল জমে থাকছে। বৃষ্টি কমে গেলও জল সহজে নামছে না,পথচলতি মানুষরা দুর্ভোগের শিকার হচ্ছেন। প্রশাসন কে জানানো হলেও কিন্তু এখনও এই সমস্যার কোনো সমাধান হয়নি। এই বর্ষার শুরুতে যদি সমস্যার সমাধান না হলে দুর্ভোগ বাড়বে এলাকার পথ চলতি সকল মানুষদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct